ভুয়ো নিয়োগের জের! চাকরিহারাদের ভাতা নিয়েও রাজ্যের সিদ্ধান্তে কড়া কলকাতা হাইকোর্ট, এবার কী হবে? – এবেলা

এবেলা ডেস্কঃ
কলকাতা হাইকোর্টে ফের একবার ধাক্কা খেল রাজ্য সরকার। বেআইনিভাবে চাকরি পাওয়া গ্রুপ-সি এবং গ্রুপ-ডি কর্মীদের ভাতা দেওয়ার যে সিদ্ধান্ত রাজ্য নিয়েছিল, তার উপর স্থগিতাদেশের মেয়াদ আরও বাড়ল। বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছেন, আগামী ৩০ জানুয়ারি, ২০২৬ পর্যন্ত চাকরিহারাদের কোনও ভাতা দেওয়া যাবে না।
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসি-র ২০১৬ সালের প্যানেলের প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়ে যায়। এই কর্মীদের মধ্যে গ্রুপ-সি ও গ্রুপ-ডি পদে থাকা কর্মীরাও ছিলেন। এরপরই রাজ্য সরকার সিদ্ধান্ত নেয়, চাকরি হারানো গ্রুপ-সি কর্মীদের মাসিক ২৫,০০০ টাকা এবং গ্রুপ-ডি কর্মীদের ২০,০০০ টাকা করে ভাতা দেওয়া হবে।
রাজ্যের এই সিদ্ধান্তের বিরোধিতা করে হাইকোর্টে একটি মামলা দায়ের হয়। সেই মামলার শুনানিতেই বিচারপতি অমৃতা সিনহা প্রথমে এই ভাতা দেওয়ার উপর ২৬ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিতাদেশ দেন। সেই স্থগিতাদেশের মেয়াদ শেষ হওয়ার আগেই এবার তা বাড়িয়ে ৩০ জানুয়ারি, ২০২৬ পর্যন্ত করা হলো। ভাতার সিদ্ধান্ত নিয়ে হাইকোর্টের পর্যবেক্ষণ ছিল, যাঁরা বেআইনিভাবে চাকরি পেয়েছেন, তাঁদের ভাতা কেন দেওয়া হবে? এর বদলে রাজ্য কী সুবিধা পাবে? অন্যদিকে, রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়, চাকরিহারা পরিবারগুলিকে সাময়িকভাবে আর্থিক সহায়তা দেওয়ার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।