এশিয়া কাপে পাক বোলারকে চরম অপমানের বদলা, হাহাকার করে মুখ লুকালেন পাকিস্তানি ক্রিকেটার – এবেলা

এবেলা ডেস্কঃ

এশিয়া কাপ ২০২৫-এর সুপার ফোর পর্বে শ্রীলঙ্কার কাছে শোচনীয় পরাজয় হয় পাকিস্তানের। লিগ পর্বে ভারতের কাছে হারার পর সুপার ফোরেও দুই দলের কাছেই হেরে যায় পাকিস্তান। এই ম্যাচগুলোর মধ্যে শ্রীলঙ্কার সঙ্গে পাকিস্তানের ম্যাচে একটি বিতর্কিত ঘটনা ঘটে, যার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। শ্রীলঙ্কার অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা এক পাক বোলারকে চরম অপমান করেন, যার ফলস্বরূপ সেই বোলারকে মাথা নত করে লজ্জায় মুখ লুকোতে দেখা যায়।

ওয়ানিন্দু হাসারাঙ্গার জবাব

শ্রীলঙ্কার বিরুদ্ধে সুপার ফোরের ম্যাচে ব্যাট করতে এসে পাকিস্তানি বোলার আবরার আহমেদ-এর বলে আউট হয়ে যান ওয়ানিন্দু হাসারাঙ্গা। তাঁকে আউট করার পর আবরার নিজের প্রচলিত ভঙ্গিমায় উদযাপন করতে থাকেন, যা তাঁর এক ধরনের প্রতীকী অপমান হিসেবেই দেখা হয়। এর আগেও আবরার আহমেদ ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলে একই ধরনের অপমানজনক আচরণ করে বিতর্কের জন্ম দিয়েছিলেন। তবে সেদিন হাসারাঙ্গা আবরারের এমন আচরণে কোনো প্রতিক্রিয়া দেননি।

এরপর পাকিস্তানের ইনিংস শুরু হলে হাসারাঙ্গা বোলিং করতে আসেন। তার বলে ফখর জামান আউট হওয়ার পর হাসারাঙ্গা পাক ব্যাটসম্যানকে মাথা হেঁট করে লজ্জা পেতে বাধ্য করেন। এরপর তিনি স্যাম আইয়ুবকেও আউট করেন। এই ভিডিওতে দেখা যায়, আবরারকে মাথা নিচু করে লজ্জায় মুখ লুকাতে হচ্ছে। আবরারের এই অপমানজনক আচরণের যোগ্য জবাব দিয়েছেন হাসারাঙ্গা, এমনটাই মনে করছে ক্রিকেটমহল।

পাকিস্তানের হতাশাজনক ব্যাটিং

এশিয়া কাপ ২০২৫-এ পাকিস্তানের ব্যাটিং পারফরম্যান্স অত্যন্ত হতাশাজনক ছিল। সুপার ফোর পর্বে ভারতের কাছে হারার পর শ্রীলঙ্কার কাছেও তাদের ব্যাটসম্যানরা ভালো পারফর্ম করতে পারেননি। শ্রীলঙ্কা ৮ উইকেটে ১৩৩ রান করে। যদিও পাকিস্তানের শুরুটা ভালোই হয়েছিল, কিন্তু মিডল অর্ডারে আবারও তাদের ব্যাটিং ব্যর্থ হয়। এর ফলে পাকিস্তান আরও একবার সমালোচনার মুখে পড়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *