ট্রাম্পের অভিযোগ উড়িয়ে দিলেন জেলেনস্কি, ভারত আছে আমাদের পাশে – এবেলা

এবেলা ডেস্কঃ
ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যে অস্বস্তিতে পড়েছিল আন্তর্জাতিক কূটনৈতিক মহল, বিশেষ করে ভারত। সম্প্রতি জাতিসংঘে ট্রাম্প অভিযোগ করেছিলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জন্য ভারত ও চিন রাশিয়াকে আর্থিক সহায়তা করছে। তাঁর এই বিস্ফোরক মন্তব্যের পর যখন ভারতের প্রতিক্রিয়া কী হবে, তা নিয়ে জল্পনা তুঙ্গে, ঠিক তখনই এই বিতর্কে জল ঢেলে দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিজেই।
নিউইয়র্কে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি জানান, ‘রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ভারত মোটের উপর আমাদের পাশেই আছে।’ একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেছেন, ভারত ভবিষ্যতেও ইউক্রেনের পাশেই থাকবে। এর আগে ট্রাম্প প্রশাসন অভিযোগ করেছিল, রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল কিনে ভারত মস্কোকে অর্থ জুগিয়ে চলেছে, যা প্রকারান্তরে যুদ্ধের মদত দিচ্ছে। এই কারণে ভারতের উপর জরিমানা আরোপ করার কথাও শোনা যায়।
যদিও জেলেনস্কি জ্বালানি তেল কেনার বিষয়ে কিছু সমস্যার কথা মেনে নিয়েছেন, তবে তিনি ট্রাম্পের মতো সরাসরি ভারতকে দোষারোপ করেননি। তিনি আশাবাদী যে ভারত সরকার এই বিষয়ে নতুন করে ভাবনাচিন্তা করবে এবং তাদের অবস্থান পরিবর্তন করবে। কূটনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, এই মুহূর্তে দিল্লি ও ওয়াশিংটনের মধ্যে দ্বিপাক্ষিক শুল্ক নিয়ে আলোচনা চলছে এবং দুই দেশের শীর্ষ নেতৃত্বের মধ্যে একটি বৈঠকও হওয়ার সম্ভাবনা রয়েছে। এমন পরিস্থিতিতে ট্রাম্পের মন্তব্যে সরাসরি প্রতিক্রিয়া না দেওয়া ভারতের একটি কৌশলগত সিদ্ধান্ত হতে পারে।