আশ্চর্যের তথ্য কলকাতার রাস্তায়! কলকাতা না কি দেশের সবচেয়ে নিরাপদ শহর? – এবেলা

এবেলা ডেস্কঃ
দেশের প্রধান শহরগুলির মধ্যে পথ দুর্ঘটনার দিক থেকে কলকাতা সবচেয়ে এগিয়ে আছে। কলকাতা পুলিশের সদর দফতর লালবাজারের সাম্প্রতিক পরিসংখ্যান থেকে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। ভারতের অন্য বড় শহরগুলির তুলনায় কলকাতা শহরে পথ দুর্ঘটনা, আহত এবং মৃতের সংখ্যা অনেকটাই কম। লালবাজারের এক ট্র্যাফিক কর্তার মতে, রাজ্য সরকারের ‘সেফ ড্রাইভ সেফ লাইফ’ প্রকল্পের কারণে মানুষের মধ্যে পথ নিরাপত্তা নিয়ে সচেতনতা বেড়েছে, যার ফলে কলকাতা সহ রাজ্যের সর্বত্র পথ দুর্ঘটনার সংখ্যা অনেকটাই কমেছে।
বিভিন্ন শহরের দুর্ঘটনার পরিসংখ্যান দেখলে এই তথ্য আরও স্পষ্ট হয়। গত বছর যেখানে কলকাতায় পথ দুর্ঘটনায় ১৯১ জনের মৃত্যু হয়েছিল, সেখানে দিল্লিতে মৃতের সংখ্যা ১৫৫১, এবং বেঙ্গালুরুতে ৮৯৪। চেন্নাই, মুম্বই ও হায়দ্রাবাদের পরিসংখ্যানও যথেষ্ট আশঙ্কাজনক। পথ দুর্ঘটনায় আহতের সংখ্যার দিক থেকেও কলকাতা অনেকটাই এগিয়ে। গত বছর দিল্লিতে ৫২২৪ জন আহত হলেও কলকাতায় সেই সংখ্যা ছিল ১৭২৪। লালবাজারের রিপোর্ট অনুযায়ী, ২০১৯ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত কলকাতায় পথ দুর্ঘটনায় মৃতের সংখ্যা ধারাবাহিকভাবে কমেছে, যা নিঃসন্দেহে একটি ইতিবাচক লক্ষণ।