টেট পরীক্ষার্থীদের অপেক্ষার অবসান! পুজোর মুখে কি সত্যি সত্যি মিলবে সুখবর? – এবেলা

এবেলা ডেস্কঃ
প্রাথমিক শিক্ষক হতে চাওয়া প্রার্থীদের জন্য দারুণ খবর। ২০২৩ সালের প্রাথমিক টিচার এলিজিবিলিটি টেস্ট (TET)-এর ফলাফল আজ, বুধবার প্রকাশিত হতে চলেছে। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBPE) সূত্রে খবর, দীর্ঘ অপেক্ষার পর অবশেষে দুর্গা পুজোর আগেই এই ফল প্রকাশ হচ্ছে।
পর্ষদ জানিয়েছে, বিকেল ৪টার পর থেকেই প্রার্থীরা তাদের ফলাফল জানতে পারবেন। গত বছরের ডিসেম্বরে এই পরীক্ষায় প্রায় ৩ লক্ষেরও বেশি পরীক্ষার্থী বসেছিলেন। কিন্তু ওবিসি সংরক্ষণ সংক্রান্ত আইনি জটিলতার কারণে ফল প্রকাশে অনেকটা দেরি হয়। এবার সেই জটিলতা কেটে যাওয়ায় ফলাফল প্রকাশের পথ খুলেছে।
ফলাফল প্রকাশের পরপরই রাজ্যজুড়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হবে বলে জানানো হয়েছে। এতে রাজ্যের প্রাথমিক বিদ্যালয়গুলোতে বহু শূন্যপদ পূরণ হবে, যা শিক্ষার মান উন্নয়নে সহায়ক হবে। অর্থ দফতরের কাছে ইতিমধ্যেই শূন্যপদ পূরণের জন্য অনুমোদন চেয়ে ফাইল পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই নিয়োগের বিজ্ঞপ্তি জারি হবে এবং সাক্ষাৎকারের প্রক্রিয়া শুরু হবে।
দীর্ঘদিন ধরে ফলাফলের অপেক্ষায় থাকা প্রায় তিন লক্ষ পরীক্ষার্থীর জন্য এই ঘোষণা নতুন আশার আলো নিয়ে এসেছে। এখন শুধু দেখার পালা, এই ফলাফল সত্যিই তাদের জন্য শিক্ষক হওয়ার পথ খুলে দেয় কি না। প্রার্থীরা পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে তাঁদের রোল নম্বর এবং অন্যান্য তথ্য দিয়ে ফলাফল দেখতে পারবেন।