কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের পাশে দাঁড়াল OIC, সৌদি-আজারবাইজানের ভূমিকা! – এবেলা

এবেলা ডেস্কঃ

ইসলামিক দেশগুলির সংগঠন ওআইসি-র বৈঠকে ফের কাশ্মীর ইস্যু উত্থাপন করেছে পাকিস্তান। তাদের দাবি, কাশ্মীরিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি সমর্থন রয়েছে আজারবাইজান, তুরস্ক, সৌদি আরব এবং নাইজারের। এই দেশগুলি কাশ্মীরের জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছে বলে জানিয়েছে পাকিস্তান।

পাকিস্তানের পররাষ্ট্র দফতর থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, কিছু ভারতীয় নেতার ‘অযৌক্তিক দাবি’ এবং ‘দায়িত্বজ্ঞানহীন’ মন্তব্য আঞ্চলিক শান্তির জন্য হুমকি। বিশেষ করে, ‘আফাক জম্মু-কাশ্মীর’ এবং ‘গিলগিট-বাল্টিস্তান’ নিয়ে ভারতীয় নেতাদের মন্তব্যের সমালোচনা করা হয়েছে। উল্লেখ্য, পাকিস্তান ১৯৪৮ সালে যে কাশ্মীরি অংশ দখল করে নিয়েছিল, তাকেই তারা ‘আফাক কাশ্মীর’ বলে অভিহিত করে।

বৈঠকে পাকিস্তান অভিযোগ করে যে ভারত কাশ্মীরি কর্মী ও রাজনৈতিক দলগুলির ওপর দমনমূলক ব্যবস্থা নিয়েছে, সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এবং বিপুল সংখ্যক মানুষকে আটক করেছে। তাদের মতে, ভারতীয় নেতাদের সাম্প্রতিক মন্তব্য আঞ্চলিক শান্তির জন্য বিপদ ডেকে আনছে। পাকিস্তানের দাবি, ওআইসি কাশ্মীরিদের স্বশাসনের অধিকারের প্রশ্নে কোনো আপস করবে না।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই অভিযোগ সরাসরি ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং-এর সাম্প্রতিক মন্তব্যের সঙ্গে যুক্ত, যেখানে তিনি বলেছিলেন যে ‘অপারেশন সিন্দুর’ এখনও শেষ হয়নি, কেবল স্থগিত রয়েছে। রাজনাথ সিং আরও বলেছিলেন যে পাক অধিকৃত কাশ্মীর (পিওকে) একদিন খুব সহজে ভারতের সঙ্গে মিশে যাবে।

এছাড়াও, পাকিস্তান অবৈধভাবে ভারতে বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের বহিষ্কারের সিদ্ধান্তের সমালোচনা করেছে এবং এটিকে ‘মানবাধিকার লঙ্ঘন’ বলে অভিহিত করেছে। যদিও এই একই পাকিস্তান জোর করে লক্ষাধিক আফগানকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। পাকিস্তানের বন্ধুরাষ্ট্র তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়্যেপ এরদোগানও জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকে কাশ্মীর ইস্যু উত্থাপন করেন, যার তীব্র সমালোচনা করে ভারত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *