বিশ্ব কাঁপছে! তাইওয়ানে তাণ্ডবের পর এবার চিনে ঢুকে পড়ল ভয়ঙ্কর সুপার টাইফুন রাগাসা – এবেলা

এবেলা ডেস্কঃ

এই মুহূর্তে গোটা বিশ্বের নজর দক্ষিণ চিন সাগরের দিকে। কারণ সেখানে জন্ম নেওয়া সুপার টাইফুন ‘রাগাসা’ একের পর এক দেশে ধ্বংসলীলা চালাচ্ছে। তাইওয়ানে তাণ্ডবের পর এই মুহূর্তে রাগাসা ঢুকে পড়েছে দক্ষিণ চিনে। এর প্রভাবে দক্ষিণ চিনের প্রায় দুই মিলিয়ন মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে প্রশাসন। রাগাসার বিধ্বংসী ক্ষমতা দেখে কার্যত ভীত স্থানীয় বাসিন্দারা।

আবহাওয়াবিদদের মতে, চলতি বছরে যতগুলো টাইফুন হয়েছে, তাদের মধ্যে রাগাসা সবচেয়ে শক্তিশালী। এর গতিপথ এবং ক্ষমতা এতটাই বেশি যে চিনা প্রশাসন দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছে। গুয়াংডং প্রদেশ থেকে বিশাল সংখ্যক মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে। ঝড়ের সম্ভাব্য ধ্বংসলীলা থেকে বাঁচতে স্কুল, কলেজ এবং অনেক দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে।

চিনে ঢোকার আগে তাইওয়ানে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটিয়েছে রাগাসা। সেখানে ১৫ জনের মৃত্যু হয়েছে এবং কমপক্ষে ১২৪ জন নিখোঁজ রয়েছেন। ঝড়ের তাণ্ডবে তাইওয়ানের অসংখ্য বাড়ি ভেঙে পড়েছে এবং বহু মানুষ আহত হয়েছেন। প্রশাসনের তরফে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চলছে। তাইওয়ানের হুয়ালেই শহরে একটি ৩৪০ জনের উদ্ধারকারী দল দিনরাত কাজ করছে।

তাইওয়ানের আগে ফিলিপিন্সেও রাগাসা তার তাণ্ডব চালিয়েছিল। সেখানেও ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ফিলিপিন্স থেকে তাইওয়ান হয়ে এখন রাগাসা হংকংয়েও প্রভাব ফেলতে শুরু করেছে। হংকংয়ে ঝোড়ো হাওয়ার পাশাপাশি মুষলধারে বৃষ্টি হচ্ছে।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, বুধবার বিকেলে রাগাসা গুয়াংডং উপকূলে আছড়ে পড়বে। তখন এর গতিবেগ ঘণ্টায় প্রায় ১৪৪ কিলোমিটার হতে পারে। এর ধ্বংসাত্মক ক্ষমতা নিয়ে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। রাগাসার কারণে সৃষ্ট দুর্যোগে সারা এশিয়া জুড়ে এক নতুন আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *