চাকরির দাবিতে সৌগত রায়ের গাড়ি আটকে বিক্ষোভ টেট উত্তীর্ণদের, উত্তপ্ত বারাসত – এবেলা

এবেলা ডেস্কঃ

বুধবার বারাসাতে উত্তেজনার পারদ চড়ল যখন টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা বিক্ষোভ দেখাতে শুরু করলেন। হঠাৎ করেই তৃণমূল সাংসদ সৌগত রায় এবং জলহাটির বিধায়ক নির্মল ঘোষের গাড়ি ঘিরে ধরে দ্রুত নিয়োগের দাবিতে স্লোগান দিতে থাকেন তাঁরা। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশকে।

টেট উত্তীর্ণদের অভিযোগ, রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু দ্রুত নিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু সেই ঘোষণার ১৫ দিন পরেও কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়নি। এই ক্ষোভ থেকেই বারাসাত স্টেশন থেকে মিছিল করে এসে যশোর রোডে অবরোধ করেন তাঁরা। তাঁদের বিক্ষোভে প্রায় এক ঘণ্টা ধরে পুরো এলাকা অবরুদ্ধ হয়ে থাকে।

প্রায় ২০-২৫ মিনিট ধরে সাংসদ ও বিধায়কের গাড়ি আটকে ছিল। বিক্ষোভকারীদের একটাই দাবি, দ্রুত নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হোক এবং শিক্ষামন্ত্রী তাঁর প্রতিশ্রুতি রক্ষা করুন।

এরই মধ্যে এদিন বিকেলে ২০২৩ সালের প্রাথমিক টেটের ফলাফল প্রকাশিত হওয়ার কথা। প্রায় তিন লক্ষ পরীক্ষার্থী এই পরীক্ষার ফল প্রকাশের অপেক্ষায় ছিলেন। ওবিসি সংরক্ষণ সংক্রান্ত আইনি জটিলতার কারণে ফলাফল প্রকাশে দেরি হয়েছিল, যা সম্প্রতি সমাধান হয়েছে। পর্ষদ জানিয়েছে, বিকেল ৪টার পর অফিসিয়াল ওয়েবসাইটে ফলাফল দেখা যাবে। একদিকে যখন নতুন টেট উত্তীর্ণদের জন্য আশার আলো, তখন পুরোনোদের বিক্ষোভ নতুন করে রাজ্যের নিয়োগ পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে দিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *