তিহাড় জেলেই থাকবে আফজল গুরু এবং মকবুল ভাটের কবর, কেন এই নির্দেশ দিল্লি হাইকোর্টের? – এবেলা

এবেলা ডেস্কঃ
কাশ্মীরের দুই বিচ্ছিন্নতাবাদী নেতা আফজল গুরু এবং মকবুল ভাটের কবর তিহাড় জেলের ভেতরেই থাকবে। তাদের দেহ কারাগার থেকে সরিয়ে অন্য কোথাও নিয়ে যাওয়ার নির্দেশ দিতে অস্বীকার করেছে দিল্লি হাইকোর্ট। বুধবার একটি জনস্বার্থ মামলার শুনানিতে এই রায় দিয়েছে আদালত।
আদালত জানিয়েছে, কিছু বিশেষ কারণে সরকার কারাগারের ভেতরেই তাদের দেহ কবর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। এই ধরনের সিদ্ধান্ত উপযুক্ত কর্তৃপক্ষ, অর্থাৎ ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকই নিতে পারে, আদালত এক্ষেত্রে হস্তক্ষেপ করতে পারে না।
উল্লেখ্য, সংসদ হামলার প্রধান অভিযুক্ত আফজল গুরুকে ২০১৩ সালে এবং মকবুল ভাটকে ১৯৮৪ সালে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ফাঁসির পর তাদের দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়নি, বরং তিহাড় জেলেই কবর দেওয়া হয়।
দীর্ঘদিন পর কেন তাদের কবর সরানোর দাবি উঠল? জানা গেছে, ‘বিশ্ব বৈদিক সংস্থান সঙ্ঘ’ নামে একটি প্রতিষ্ঠান জনস্বার্থ মামলাটি দায়ের করে। তাদের দাবি, দুই সন্ত্রাসবাদীর কবর কারাগারে থাকার ফলে তিহাড় জেল জঙ্গিদের কাছে ‘তীর্থক্ষেত্রে’ পরিণত হচ্ছে। এটি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রতি অবমাননা। প্রতিষ্ঠানটি আদালতকে প্রস্তাব দেয়, কবর দুটি এমন কোনো অজ্ঞাত স্থানে সরিয়ে নেওয়া হোক যেখানে সাধারণের প্রবেশাধিকার থাকবে না। সরকারি সূত্রের খবর, তাদের কবর ‘পূণ্যস্থান’ হয়ে উঠতে পারে— এই আশঙ্কার কারণেই ফাঁসির পর কারাগারেই কবর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।