ডাক্তার জানালেন সেই আশ্চর্য ঘরোয়া টোটকা, যা দাঁতের সমস্ত সমস্যা চিরতরে দূর করবে! – এবেলা

এবেলা ডেস্কঃ
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দাঁতের বিভিন্ন সমস্যা এখন অনেকের জন্যই বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। দাঁত দুর্বল হয়ে যাওয়া, মাড়ি থেকে রক্ত পড়া, মুখে দুর্গন্ধ—এসব সমস্যা এখন আর কেবল বয়স্কদের মধ্যেই সীমাবদ্ধ নয়। তরুণ প্রজন্মও এর শিকার হচ্ছে। এর মধ্যে অন্যতম প্রধান সমস্যা হলো পায়োরিয়া। এই সংক্রমণ মাড়িতে প্রদাহ তৈরি করে, ধীরে ধীরে দাঁতের গোড়া দুর্বল করে দেয় এবং সময়মতো চিকিৎসা না করালে দাঁত পড়ে যাওয়ার আশঙ্কা থাকে।
পায়োরিয়ার মূল কারণ হিসেবে ধরা হয় মুখের ভেতরকার অপরিচ্ছন্নতা, অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, তামাক ও গুটখা সেবনের অভ্যাস এবং ক্ষতিকর ব্যাকটেরিয়ার বৃদ্ধি। তবে আশার কথা হলো, আয়ুর্বেদে এর দারুণ সমাধান রয়েছে। আয়ুর্বেদ বিশেষজ্ঞ ডা. দীপক কুমার এমন একটি সহজ ঘরোয়া টোটকার কথা বলেছেন, যা দাঁতের যাবতীয় সমস্যা দূর করতে অত্যন্ত কার্যকর।
কী সেই ম্যাজিক সমাধান?
ডা. কুমার জানান, এই সমাধানটি তৈরি করতে কয়েকটি বিশেষ ভেষজ উপাদানের মিশ্রণ প্রয়োজন। এই উপাদানগুলো হলো—
- ত্রিপলা (হরিতকি, বহেড়া, আমলকি)
- ত্রিকুটা (শুকনো আদা, গোলমরিচ, পিপুল)
- তুঁতে (নীল তুঁতের ভস্ম)
- পাঁচ প্রকারের লবণ
- মাঝুফল
এই সবকটি ভেষজ উপাদান সংগ্রহ করে ভালোভাবে গুঁড়ো করে একটি পাউডার বা মাজন তৈরি করতে হবে। এরপর সেই মাজন দিয়ে প্রতিদিন সকালে ও সন্ধ্যায় দাঁত মাজতে হবে।
ডা. দীপক কুমার আরও জানান, এই মিশ্রণ হালকা গরম জলে মিশিয়ে কুলকুচি করলে মাড়ির ফোলা ও ব্যাকটেরিয়া সংক্রমণ কমে। এই আয়ুর্বেদিক উপায় দাঁত ক্ষয়, মাড়ি থেকে রক্তপাত, পায়োরিয়া ও মুখের দুর্গন্ধের মতো সমস্যা নির্মূল করতে দারুণ সহায়ক। এটি প্রাকৃতিকভাবেই অ্যান্টিব্যাকটেরিয়াল হিসেবে কাজ করে এবং মুখের স্বাস্থ্য ভালো রাখে।
দাঁতের সমস্যা, বিশেষ করে পায়োরিয়াকে অবহেলা করা অত্যন্ত ক্ষতিকর। তাই, এই সহজ ও নিরাপদ আয়ুর্বেদিক উপায়টি মেনে চললে আপনি দাঁতের দীর্ঘস্থায়ী সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।