অতিবৃষ্টিতে শহরে ৮ জনের মৃত্যু, এবার নড়েচড়ে বসল হাইকোর্ট! কী হতে চলেছে? – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতা: অতিবৃষ্টির জেরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শহরে ৮ জনের মর্মান্তিক মৃত্যুতে এবার নড়েচড়ে বসল কলকাতা হাইকোর্ট। এই ঘটনাকে কেন্দ্র করে একাধিক জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। শহরের এই পুরনো সমস্যার স্থায়ী সমাধান এবং নিহতদের পরিবারের জন্য ক্ষতিপূরণের দাবিতে সরব হয়েছেন মামলাকারীরা।

সোমবার রাত থেকে মঙ্গলবার পর্যন্ত টানা বৃষ্টিতে কলকাতার বিভিন্ন এলাকায় জল জমে যায়। এই জলমগ্ন পরিস্থিতিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারান ৮ জন, যার মধ্যে শহরের বাইরে মারা যান আরও একজন। এই ঘটনা প্রকাশ্যে আসতেই জনরোষ সৃষ্টি হয়।

আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী এবং আইনজীবী অনিন্দ্যসুন্দর দাস এই ঘটনায় কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করার আবেদন জানান। তাঁদের মূল দাবি, মৃতদের পরিবারকে সরকারি ক্ষতিপূরণ দিতে হবে। পাশাপাশি, প্রতি বছর বর্ষার মরসুমে কেন একই ধরনের ঘটনা ঘটে, তার কারণ খুঁজে বের করার জন্য একটি বিচারবিভাগীয় তদন্ত কমিটি গঠনেরও আবেদন জানানো হয়েছে।

মামলাকারীদের প্রশ্ন, অতীতে এমন পরিস্থিতি এড়াতে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছিল এবং কার গাফিলতিতে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা জরুরি। বিচারপতি সুজয় পালের এজলাসে এই মামলার শুনানির অনুমতি মিলেছে। খুব শীঘ্রই এই মামলার বিস্তারিত শুনানি শুরু হবে বলে জানা গেছে।

আইনজীবীদের ধারণা, এই মামলার শুনানির সময় আদালত রাজ্য সরকার ও পুরসভার কাছে পূর্ণাঙ্গ রিপোর্ট চাইতে পারে। এর ফলে প্রশাসনিক মহলে চাপ বেড়েছে। প্রশ্ন উঠেছে, আর কত প্রাণ গেলে টনক নড়বে প্রশাসনের?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *