হেয়ার স্টাইলিস্ট জাভেদ হাবিবের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, কী এমন ঘটেছে – এবেলা

এবেলা ডেস্কঃ
বিখ্যাত হেয়ার স্টাইলিস্ট জাভেদ হাবিবের বিরুদ্ধে বিনিয়োগ প্রতারণার অভিযোগে তদন্ত শুরু করেছে উত্তরপ্রদেশ পুলিশ। প্রায় ১৫০ জন বিনিয়োগকারীর অভিযোগ, জাভেদ হাবিব, তাঁর ছেলে আনাস হাবিব এবং আরও তিন জন মিলে ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগের মাধ্যমে বিপুল অঙ্কের টাকা আত্মসাৎ করেছেন। অভিযোগকারীরা জানান, ‘ফোলিকল গ্লোবাল’ নামক একটি কো ম্পা নির মাধ্যমে তাঁদের ৫০-৭৫ শতাংশ মুনাফার লোভ দেখিয়ে বিটকয়েন এবং বিন্যান্স কয়েনে বিনিয়োগ করানো হয়েছিল। প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, লাভ সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে।
কিন্তু যখন বিনিয়োগকারীরা তাঁদের লাভের টাকা ফেরত চান, তখন হঠাৎ করেই ওই কো ম্পা নি বন্ধ হয়ে যায় এবং অভিযুক্তরা নিখোঁজ হয়ে যান। সম্ভলের পুলিশ জানিয়েছে, রয়্যাল প্যালেস ব্যাঙ্কোয়েট হলে একটি প্রচার সভায় বিনিয়োগকারীদের আকৃষ্ট করা হয়েছিল। এই অভিযোগের ভিত্তিতে জাভেদ হাবিব ও অন্যদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে মনে করছে, বিনিয়োগকারীরা প্রতারিত হয়েছেন এবং সেই টাকার খোঁজে তদন্ত শুরু হয়েছে।