ট্রাম্পের অভিযোগ উড়িয়ে দিলেন জেলেনস্কি, বললেন ‘ভারত আমাদের পাশেই আছে’ – এবেলা

এবেলা ডেস্কঃ

সময়টা খুব একটা ভালো যাচ্ছে না প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। সম্প্রতি নিউ ইয়র্কে ঘটে যাওয়া কিছু ঘটনার কারণে তিনি বেশ বিব্রত হয়েছেন। রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের বৈঠকে ভাষণ দেওয়ার সময় হোঁচট খাওয়া থেকে শুরু করে টেলিপ্রম্পটার কাজ না করা—সব মিলিয়ে এক অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হয়েছেন ট্রাম্প।

এর মাঝে ইউক্রেন যুদ্ধ নিয়ে ভারত ও চীনের বিরুদ্ধে তার করা গুরুতর অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন স্বয়ং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

ট্রাম্প এর আগে অভিযোগ করেছিলেন যে রাশিয়া থেকে জ্বালানি তেল কিনে ভারত পরোক্ষভাবে মস্কোকে অর্থ জোগাচ্ছে। এভাবে তারা ইউক্রেনের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়ার পেছনে ভূমিকা রাখছে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলেনস্কি বলেন, রাশিয়ার বিরুদ্ধে এই যুদ্ধে ভারত মূলত ইউক্রেনের পাশেই ছিল। তিনি আশা প্রকাশ করেন, ভারত ভবিষ্যতেও ইউক্রেনের পাশে থাকবে।

তবে রাশিয়ার কাছ থেকে ভারতের জ্বালানি কেনার বিষয়ে ট্রাম্পের অভিযোগকে সম্পূর্ণ উড়িয়ে না দিলেও জেলেনস্কি সরাসরি ভারতকে কাঠগড়ায় দাঁড় করাননি। তিনি বলেন, জ্বালানি কেনার বিষয়ে কিছু সমস্যা আছে, তবে তিনি আশা করেন ভারত সরকার বিষয়টি বিবেচনা করে তাদের অবস্থান পরিবর্তন করবে।

বর্তমানে নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের সভায় যোগ দিতে আসা জেলেনস্কি এক সাক্ষাৎকারে ট্রাম্পের এই বিস্ফোরক মন্তব্যের প্রসঙ্গে কথা বলেন। ট্রাম্প তার ভাষণে বলেছিলেন, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে ভারত ও চীন মোটা অঙ্কের অর্থ দিয়ে রাশিয়াকে সাহায্য করেছে।

ট্রাম্পের এই মন্তব্যের পর ভারত এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। ধারণা করা হচ্ছে, কৌশলগত কারণে নয়াদিল্লি হয়তো এই মন্তব্যকে উপেক্ষা করতে পারে। কারণ বর্তমানে ভারত ও আমেরিকার মধ্যে শুল্ক নিয়ে আলোচনা চলছে এবং এর মাঝে এমন মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া জানানো থেকে বিরত থাকাই বুদ্ধিমানের কাজ হতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *