চরম সঙ্কটে হিমালয়! ভারতের মানচিত্র থেকে মুছে যাবে এই রাজ্যগুলি, ভয়ঙ্কর সতর্কবার্তা সুপ্রিম কোর্টের – এবেলা

এবেলা ডেস্কঃ
ভয়ঙ্কর অস্তিত্বসঙ্কটের মুখে হিমালয় সংলগ্ন রাজ্যগুলি। সম্প্রতি হিমাচলে একের পর এক প্রাকৃতিক বিপর্যয়ের পর সুপ্রিম কোর্ট উদ্বেগ প্রকাশ করে সরকারকে চরম সতর্কবার্তা দিয়েছে। শীর্ষ আদালতের মতে, অবিলম্বে পর্যটন, খনি এবং নির্মাণকাজে রাশ টানা না হলে অচিরেই এই রাজ্যগুলি ভারতের মানচিত্র থেকে মুছে যেতে পারে। হিমাচল প্রদেশ-সহ পার্শ্ববর্তী রাজ্যগুলির ভয়াবহ পরিস্থিতির জন্য প্রকৃতিকে একা দায়ী না করে আদালত পরিকাঠামো উন্নয়নের লাগামহীন গতি, অনিয়ন্ত্রিত পর্যটন এবং বসতিস্থাপনকে দায়ী করেছে। বিচারপতিদের মতে, পরিবেশ ও বাস্তুতন্ত্রের বিনিময়ে রাজস্ব আয় করা উচিত নয়।
আদালতের এই কঠোর মন্তব্যের পর রাজ্য সরকারের কাছে কৈফিয়ত চেয়েছে সুপ্রিম কোর্ট। আদালত নির্দেশ দিয়েছে, বনসৃজন, ক্ষতিপূরণমূলক বনায়ন, জলবায়ু পরিবর্তন নীতি, সড়ক সংক্রান্ত তথ্য, জলবিদ্যুৎ ও খনি প্রকল্প, পর্যটন এবং নির্মাণ সম্পর্কিত যাবতীয় তথ্য আগামী ২৮ অক্টোবরের মধ্যে শীর্ষ আদালতে জমা দিতে হবে। ওই দিনই মামলার পরবর্তী শুনানি হবে। গত অগস্ট মাসেও সুপ্রিম কোর্ট একই ধরনের উদ্বেগ প্রকাশ করে জানিয়েছিল যে, হিমাচলের পরিস্থিতি ক্রমাগত খারাপ হচ্ছে।