বিখ্যাত হেয়ার স্টাইলিস্ট জাভেদ হাবিবের বিরুদ্ধে ১৫০ প্রতারণার অভিযোগ, কী ঘটেছে? – এবেলা

এবেলা ডেস্কঃ
খ্যাতনামা হেয়ার স্টাইলিস্ট জাভেদ হাবিবের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে তদন্ত শুরু করেছে উত্তরপ্রদেশ পুলিশ। জাভেদ ও তাঁর ছেলে আনাস হাবিবসহ মোট পাঁচজনের বিরুদ্ধে ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগের নামে প্রতারণার অভিযোগ এনেছেন অন্তত ১৫০ জন। তাদের দাবি, অল্প সময়ে মোটা মুনাফার লোভ দেখিয়ে তাদের সঙ্গে কয়েক লক্ষ টাকার প্রতারণা করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, উত্তরপ্রদেশের সম্ভলে জাভেদ হাবিব ও অন্যদের বিরুদ্ধে একটি প্রতারণার মামলা দায়ের করা হয়েছে। অভিযোগকারীরা পুলিশকে জানিয়েছেন, ফোলিকল গ্লোবাল কো ম্পা নির মাধ্যমে অন্তত ১৫০ জনকে ৫০ থেকে ৭৫ শতাংশ মুনাফার প্রতিশ্রুতি দিয়ে বিটকয়েন ও বিন্যান্স কয়েনে বিনিয়োগ করতে উৎসাহিত করা হয়। তাদের বলা হয়েছিল, মুনাফার টাকা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়ে যাবে।
অভিযোগ, যখন বিনিয়োগকারীরা তাদের প্রাপ্য লাভের জন্য চাপ দিতে শুরু করেন, তখন কো ম্পা নি হঠাৎ বন্ধ হয়ে যায় এবং অভিযুক্তরা উধাও হয়ে যান। সম্ভলের এক পুলিশ কর্মকর্তা জানান, জাভেদ হাবিব, তার ছেলে আনাস হাবিব এবং অন্যরা মিলে সাধারণ মানুষের সঙ্গে কয়েক লক্ষ টাকার প্রতারণা করেছেন। পুলিশ আরও জানায়, সম্ভলের রয়্যাল প্যালেস ব্যাঙ্কোয়েট হলে একটি প্রচারসভা করে এই বিনিয়োগের প্রলোভন দেখানো হয়েছিল।
প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, অভিযোগকারীরা সত্যিই প্রতারিত হয়েছেন। এখন সেই টাকা কীভাবে হস্তান্তরিত হয়েছে এবং কোথায় রয়েছে, তা খুঁজে বের করার জন্য তদন্ত চলছে।