রক্তবীজ ২-এর গান লঞ্চে তুমুল উত্তেজনা, নাচলেন খোদ পরিচালকও – এবেলা

এবেলা ডেস্কঃ
পুজোর মহাযুদ্ধের আগে জমে উঠেছে টলিপাড়া। শহরের এক অভিজাত হোটেলে সম্প্রতি এক জমকালো অনুষ্ঠানে মুক্তি পেল ‘রক্তবীজ ২’-এর গান। ছবির পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়, অভিনেতা অঙ্কুশ হাজরা, মিমি চক্রবর্তী, কাঞ্চন মল্লিক-সহ অন্যান্য কলাকুশলীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে একের পর এক গান গেয়ে দর্শকদের মুগ্ধ করেন গায়িকা ইমন চক্রবর্তী। তবে সবচেয়ে বড় চমক আসে যখন ছবির পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় মঞ্চে উঠে দেবলীনা কুমার ও ইমনের সঙ্গে তালে তাল মিলিয়ে নাচতে শুরু করেন। সেই দৃশ্য উপস্থিত সকলের মনে বাড়তি আনন্দ যোগ করে।
এই সঙ্গীতের সন্ধ্যা থেকে স্পষ্ট, ‘রক্তবীজ ২’ ইতিমধ্যেই দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে। ২৫ সেপ্টেম্বর সিনেমা হলে মুক্তি পাচ্ছে ছবিটি, যেখানে এটি দেব অভিনীত ‘রঘু ডাকাত’-এর সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় নামবে। দুই ছবির এই লড়াই আসন্ন দুর্গাপূজার বক্স অফিসকে নিঃসন্দেহে আরও উত্তপ্ত করে তুলবে।