আকস্মিক জলের দেওয়াল হংকং-এ, নিখোঁজ শতাধিক মানুষ – এবেলা

এবেলা ডেস্কঃ
প্রবল ঘূর্ণিঝড় রাগাসার তাণ্ডবে লণ্ডভণ্ড হংকং। প্রশাসনের ব্যাপক সতর্কতা এবং ১০ লক্ষ মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া সত্ত্বেও এড়ানো গেল না মর্মান্তিক বিপর্যয়। টাইফুনটির মূল প্রভাব পড়েছে তাইওয়ানের হাউলিয়েন কাউন্টি এলাকায়, যেখানে একটি হ্রদের জল উপচে ৫ মিটার উঁচু বিশাল জলের দেওয়াল তৈরি হয় এবং পুরো কাউন্টির ওপর আছড়ে পড়ে। এতে ঘটনাস্থলেই ১৪ জনের মৃত্যু হয়েছে এবং নিখোঁজ রয়েছে ১২৪ জন। সোশ্যাল মিডিয়ায় সেই ভয়ঙ্কর ধ্বংসলীলার একাধিক ভিডিও ভাইরাল হয়েছে, যা দেখে শিউরে উঠছেন বিশ্ববাসী।
ঘূর্ণিঝড়টি সোমবার থেকে সতর্কতা জারি করার পর মঙ্গলবার মধ্যরাত থেকে স্থলভাগে আছড়ে পড়ে। সেই সময় এর গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ২৫০ কিলোমিটার। পরে এর গতি কমলেও ধ্বংসলীলা জারি থাকে। এখনও গোটা বন্দর শহরে প্রবল বৃষ্টি চলছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বৃষ্টি কমার পরই ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিরূপণ করা সম্ভব হবে। তবে প্রাথমিকভাবে যে ভয়াবহ চিত্র সামনে এসেছে, তাতে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।