হারালেন আরেক পুজো! অমিত শাহর অনুষ্ঠান বাতিলের পেছনে কি ভয়ংকর সত্যি লুকিয়ে? – এবেলা

এবেলা ডেস্কঃ
কলকাতার তিন পুজো উদ্বোধনের কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। কিন্তু শেষ মুহূর্তে আচমকাই বাতিল হয়ে গেল একটি পুজো উদ্বোধন। এই খবর প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা। তৃণমূল কটাক্ষ করে বলেছে, লোক জোগাড় না করতে পেরেই বিজেপি শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত নিয়েছে। তাদের অভিযোগ, বাংলায় বিজেপির কোনো জনভিত্তি নেই, তাই পুজো উদ্বোধনেও লোক সমাগম হবে না বলে ভয় পাচ্ছে তারা।
বিজেপি শিবিরের পক্ষ থেকে এই সিদ্ধান্তের কারণ স্পষ্ট করে কিছু জানানো হয়নি। তবে সূত্রের খবর, গোয়েন্দা রিপোর্টে নাকি বলা হয়েছে, সেই পুজোতে লোক সমাগম হওয়ার সম্ভাবনা খুবই কম। সেই কারণেই হাসাহাসি এড়াতে এবং ভাবমূর্তি রক্ষার্থে শাহের কর্মসূচি বাতিল করা হয়েছে। ফলে এখন তার বাকি দুটি পুজোতে যোগ দেওয়ার কথা। এই ঘটনায় রাজ্য বিজেপির অন্দরেও চাপা উত্তেজনা বিরাজ করছে।