চোখে ব্যান্ডেজ, মুখ ফোলা! র্যাপার বাদশার হঠাৎ কী হলো? হাসপাতালে ভর্তি হয়ে নিজেই ছবি দিলেন তারকা – এবেলা

এবেলা ডেস্কঃ
বলিউডের জনপ্রিয় গায়ক এবং র্যাপার বাদশাহ বর্তমানে তার একটি নতুন পোস্টকে কেন্দ্র করে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। সম্প্রতি তিনি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে কিছু ছবি শেয়ার করেছেন, যা দেখে তার ভক্তরা রীতিমতো চিন্তিত হয়ে পড়েছেন। ছবিতে দেখা যাচ্ছে, বাদশার এক চোখে ব্যান্ডেজ বাঁধা এবং বেশ ফোলা।
বাদশা তার ইনস্টাগ্রাম পোস্টে ক্যাপশন দিয়েছেন, ‘অবতারজির মুক্কা হিট করে…।’ এর সঙ্গে তিনি হ্যাশট্যাগ ব্যবহার করেছেন ‘ব্যাডস অফ বলিউড’ এবং ‘কোকাইনা’। বাদশার এই পোস্টটি দেখার পর তার ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীরা নানা ধরনের মন্তব্য করে তার স্বাস্থ্যের খোঁজখবর নিচ্ছেন এবং দ্রুত আরোগ্য কামনা করছেন।
তবে, জানা গেছে, তার এই আঘাত কোনো গুরুতর সমস্যা নয়, বরং এটি একটি ছোটখাটো দুর্ঘটনার ফল। বাদশার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে যে, উত্তর আমেরিকায় তার কনসার্ট চলাকালীন চোখে সামান্য আঘাত লাগে। পারফরম্যান্সের সময় কিছু একটা তার চোখে চলে যায়, কিন্তু তিনি সেই অবস্থাতেই শো শেষ করেন। পরে চিকিৎসকের কাছে গেলে ধরা পড়ে, তার চোখে ‘কর্নিয়াল অ্যাব্রেশন’ হয়েছে।
এই সমস্যার জন্য তাকে একটি ছোট অস্ত্রোপচার করাতে হয়েছে এবং ডাক্তার তাকে পাঁচ দিনের জন্য চোখে আই প্যাচ লাগিয়ে রাখার পরামর্শ দিয়েছেন। প্রসঙ্গত, সম্প্রতি বাদশাহকে আরিয়ান খানের সিরিজ ‘ব্যাডস অফ বলিউড’-এ একটি বিশেষ চরিত্রে দেখা গেছে, যেখানে তার চরিত্রটির সঙ্গে মনোজ পাহওয়ার ‘অবতার’ চরিত্রের একটি মারামারির দৃশ্য রয়েছে। এই কারণেই র্যাপার তার আঘাতকে মজার ছলে ‘অবতারজির মুক্কা’ হিসেবে উল্লেখ করেছেন।