পুজোর মাঝে কোন গোপন মিশনে ইস্টবেঙ্গল? লাল-হলুদ তারকারা যা বললেন – এবেলা

এবেলা ডেস্কঃ
কলকাতায় যখন পুজোর আমেজ, তখন দুর্গাপূজার তৃতীয়ার সকালে এক অন্য মেজাজে দেখা গেল ইস্টবেঙ্গল ফুটবলারদের। রাজডাঙ্গার নব উদয় সংঘের পুজোয় হাজির হয়েছিলেন দলের সিনিয়র ফুটবলাররা, সঙ্গে ছিলেন মহিলা দলের সদস্যরাও। সদ্য কলকাতা লিগ জেতার পর এবার তাদের নজর সুপার কাপের দিকে। দলের অধিনায়ক সৌভিক চক্রবর্তী জানালেন, কলকাতা লিগ জয় দলের আত্মবিশ্বাস বাড়িয়েছে এবং জুনিয়র খেলোয়াড়দের প্রস্তুতিও প্রমাণ করেছে। তিনি দৃঢ়তার সাথে বলেন, যে কোনো টুর্নামেন্টে তারা নিজেদের ১০০% উজাড় করে দেবেন, হোক সেটা সুপার কাপ বা আইএসএল।
পুজোর ছুটি প্রসঙ্গে সৌভিক জানান, অনুশীলনের ফাঁকে সময় পেলে তিনি অঞ্জলি দিতে যাবেন। বিদেশি ফুটবলাররা বিশেষভাবে মুগ্ধ হয়েছেন আটা দিয়ে তৈরি দুর্গা মূর্তি দেখে। বিদেশি সংখ্যা কমানোর জন্য মোহনবাগানের পক্ষ থেকে ফেডারেশনকে চিঠি দেওয়ার বিষয়ে সৌভিকের প্রতিক্রিয়া ছিল পেশাদার। তিনি বলেন, ‘কোনো ক্লাব কী চিঠি দিয়েছে তা আমার জানা নেই। ফেডারেশন যে নির্দেশ দেবে আমরা সেই অনুযায়ী খেলব।’ এই মুহূর্তে তাদের পুরো মনোযোগ আসন্ন টুর্নামেন্টগুলোতে।