ট্রাম্পের বিস্ফোরক দাবি, “পশ্চিমি বিশ্ব নরকে যাচ্ছে!” রাষ্ট্রসংঘে হঠাৎ কেন এমন সুর? – এবেলা

এবেলা ডেস্কঃ

দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর থেকেই একের পর এক বিতর্কিত সিদ্ধান্তে শিরোনামে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশেষ করে তাঁর শুল্কনীতি ও অভিবাসন নীতির কঠোরতা বিশ্বজুড়ে অনেক দেশকে ভাবিয়ে তুলেছে। সম্প্রতি রাষ্ট্রসংঘের সাধারণ সম্মেলনে যোগ দিয়ে তিনি ফের একবার আন্তর্জাতিক মহলে আলোড়ন তুলেছেন।

সম্মেলনে দাঁড়িয়ে ট্রাম্প বিস্ফোরক মন্তব্য করে বলেন, ‘পশ্চিমি বিশ্বের দেশগুলি আদতে ‘নরকে’ যাওয়ার জন্য তৈরি হচ্ছে।’ তাঁর দাবি, বিশ্বজুড়ে শান্তি ফেরাতে রাষ্ট্রসংঘ সম্পূর্ণ ব্যর্থ। তিনি আরও বলেন, পশ্চিমি দেশগুলোর সীমান্ত দিয়েই সবচেয়ে বেশি অনুপ্রবেশ ঘটে, অথচ রাষ্ট্রসংঘ কোনো চূড়ান্ত পদক্ষেপ নেয়নি। ট্রাম্পের এই মন্তব্যের পরই আন্তর্জাতিক মহলে তীব্র শোরগোল শুরু হয়েছে।

এর পাশাপাশি, ট্রাম্প ফের ভারত-পাকিস্তানের সংঘাত থামানোর কৃতিত্ব দাবি করে নিজের প্রশংসা করেন। তিনি বলেন, শুধু ভারত-পাকিস্তান নয়, রাষ্ট্রসংঘ যেখানে ব্যর্থ হয়েছে, এমন আরও সাতটি যুদ্ধ তিনি থামিয়েছেন। কিছুদিন আগে তিনি নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য বলেও দাবি করেছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *