প্রতিশ্রুতি ভঙ্গ মোদি-শাহর লাদাখে বিজেপির পার্টি অফিসে আগুন কেন – এবেলা

এবেলা ডেস্কঃ

ছয় বছর ধরে প্রতিশ্রুতি ভঙ্গের ক্ষোভে ফুঁসছে লাদাখ! ২০১৯ সাল থেকে রাজ্যের স্বীকৃতির দাবিতে সোচ্চার এখানকার মানুষ। কিন্তু রাজ্যের স্বীকৃতি তো দূরের কথা, পাহাড়ের এই দুর্গম অঞ্চলকে ষষ্ঠ তফশিলের অধীনে আনার প্রতিশ্রুতি দিয়েও তা রাখেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিজেদের দাবি আদায়ে টানা ছয় মাস ধরে অনশন এবং দিল্লি পদযাত্রার মতো কর্মসূচি পালন করেও প্রতিশ্রুতির বাস্তবায়নে কোনো অগ্রগতি হয়নি। অবশেষে বুধবার বিক্ষুব্ধ যুবসমাজ লেহ শহরে বিজেপির সদর দফতরে আগুন ধরিয়ে দেয়। এই ঘটনার পরই ১৫ দিন ধরে অনশনরত সোনম ওয়াংচুক যুব সমাজকে বিক্ষোভ থেকে সরে আসার অনুরোধ জানান।

লাদাখের বাসিন্দারা রাজ্যের স্বীকৃতির দাবিতে অনশন ও পদযাত্রার মতো শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে বৈঠকের পর দীর্ঘ নয় মাস কেটে গেলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। উল্টো আন্দোলনকারী পরিবেশকর্মী সোনম ওয়াংচুকের বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে এজেন্সি ব্যবহার করে কেন্দ্র। সম্প্রতি দুই অনশনকারীর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তির পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ১৫তম দিনে লেহ অ্যাপেক্স বডির ডাকে সমস্ত রাজনৈতিক ও ধর্মীয় সংগঠন এক হয়ে বনধ পালন করে। আর সেই প্রতিবাদ থেকেই সহিংসতা ছড়িয়ে পড়ে। তবে, পুলিশ বা আন্দোলনকারীদের পক্ষ থেকে পরিষ্কার করা হয়নি কীভাবে আন্দোলন থেকে আগুন লাগানোর ঘটনা ঘটলো। সোনম ওয়াংচুক নিজেও অহিংস প্রতিবাদের আহ্বান জানিয়েছেন এবং বলেছেন, আন্দোলন সহিংস হলে তিনি অনশন প্রত্যাহার করে নেবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *