মন্ত্রীর জেরা নিয়ে আদালতের বড় সিদ্ধান্ত, ইডি-র আবেদন খারিজের আসল কারণ কী – এবেলা

এবেলা ডেস্কঃ
রাজ্যের কারা এবং ক্ষুদ্র ও কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে হেফাজতে নিয়ে জেরা করার জন্য এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের (ইডি) আবেদন খারিজ করে দিয়েছে আদালত। বুধবার এই রায় ঘোষণার পর মন্ত্রীর জামিন বহাল থাকে। তদন্তে অসহযোগিতার অভিযোগ তুলে ইডি চন্দ্রনাথকে হেফাজতে চেয়েছিল। তবে আদালতের নির্দেশে বলা হয়েছে, মন্ত্রীকে তদন্তে সহযোগিতা করতে হবে এবং সপ্তাহে দুই দিন ইডি দফতরে হাজিরা দিতে হবে। ইডি-র এই আবেদনের বিরোধিতা করে চন্দ্রনাথ সিনহা আগেই আদালতে বলেছিলেন, তিনি কোনো অপরাধ করেননি এবং বিচারব্যবস্থার উপর তার পূর্ণ আস্থা আছে।
আদালতে শুনানির সময় বিচারক ইডি-র তদন্ত প্রক্রিয়া নিয়েই প্রশ্ন তোলেন। বিচারক জানতে চান, কেন বয়ান নথিভুক্ত করার ১১ মাস পর চার্জশিট দাখিল করা হলো। এই বিলম্ব নিয়ে বিচারকের প্রশ্নের মুখে পড়ে ইডি। আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি থাকার অভিযোগে মন্ত্রীকে হেফাজতে নিতে চেয়েছিল কেন্দ্রীয় এজেন্সি। এই পরিস্থিতিতে আদালতের এই রায় রাজনৈতিক মহলে বেশ আলোচনার জন্ম দিয়েছে। মন্ত্রীর আইনজীবীরা আদালতের এই সিদ্ধান্তকে বিচারব্যবস্থার নিরপেক্ষতার প্রমাণ বলে দাবি করেছেন।