মল্লিক পরিবারে হঠাৎ অশান্তি! বাবা রঞ্জিত ও মেয়ে কোয়েলের সম্পর্কে কেন দূরত্ব? – এবেলা

এবেলা ডেস্কঃ
টলিপাড়ায় ফের আলোচনার কেন্দ্রে উঠে এসেছে মল্লিক পরিবার। সম্প্রতি রঞ্জিত মল্লিক ও তাঁর মেয়ে কোয়েল মল্লিকের সম্পর্কের মধ্যে চিড় ধরার গুঞ্জন ছড়িয়েছে। দুই প্রজন্মের এই লড়াইয়ের নেপথ্যে রয়েছে একটি শব্দ, ‘স্বার্থপর’। কিন্তু হঠাৎ কেন এমন তিক্ততা? অনুরাগীদের মনে এই প্রশ্ন উঠতেই সুরিন্দর ফিল্মস ঘোষণা করেছে, এই রহস্যের সমাধান হতে চলেছে খুব শীঘ্রই। কারণ, প্রায় এক দশক পর বাবা-মেয়ে একসঙ্গে ফিরছেন বড়পর্দায়।
আসলে, এটি বাবা-মেয়েকে নিয়ে একটি নতুন সিনেমার গল্প। নতুন এই ছবির নাম ‘স্বার্থপর’, যেখানে রঞ্জিত ও কোয়েল প্রধান ভূমিকায় অভিনয় করছেন। ছবিটির ফার্স্ট লুক বুধবার দুপুরে প্রকাশ্যে আসবে। অন্নপূর্ণা বসু পরিচালিত এই ছবিতে আরও রয়েছেন কৌশিক সেন। দুই প্রজন্মের মধ্যে মতাদর্শগত পার্থক্যই এই সিনেমার মূল বিষয়। পোস্টারে দুটি হাতের ছাপ ও অন্যান্য প্রতীকী ছবি সেই ইঙ্গিতই দিচ্ছে। আপাতত, এই ছবিটির দিকে তাকিয়ে আছেন দর্শকরা।