বিদেশে পাঠাতে চাইছে বাঙালি শ্রমিকদের! মহালয়ার দিনে কড়া হুঁশিয়ারি দিলেন মমতা – এবেলা

এবেলা ডেস্কঃ

মহালয়ার পুণ্য লগ্নে বাংলার অস্মিতা ও শ্রমিকদের অধিকার নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, যারা বাংলাকে দমিয়ে রাখতে পারেনি, তারা এবার বাঙালি শ্রমিকদের বাংলাদেশি তকমা দিয়ে বিদেশে পাঠানোর ফন্দি এঁটেছে। তবে কেন্দ্রের এই ‘বাংলা-বিরোধিতা’র বিরুদ্ধে গর্জে উঠেছেন মুখ্যমন্ত্রী। দুর্গা পূজার এক অনুষ্ঠানে তিনি স্পষ্ট জানিয়ে দেন, বাংলার শ্রমিকদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাজ্য সরকারের। আগুন নিয়ে খেললে সেই আগুন নিজের গায়েও লাগে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানান, যেসব শ্রমিক ফিরে এসেছেন, তাঁদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। ইতিমধ্যেই ২৪ হাজার শ্রমিক রাজ্যে ফিরেছেন। তাঁদের মধ্যে ১০ হাজার জনকে পাটের কাজে প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। বাকিদের মাসিক ৫ হাজার টাকা করে দেওয়া হচ্ছে এবং কর্মশ্রী প্রকল্পের অধীনে তাঁদের জন্য কাজ নিশ্চিত করা হবে। এমনকি, দক্ষতা অনুযায়ী প্রশিক্ষণ দিয়ে ব্যবসার জন্য ঋণও দেওয়া হবে বলে তিনি জানান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *