শর্ট টার্মে সেরা ফল কোন সেক্টরের? এক বছরে বাজার মাত করল কারা? – এবেলা

এবেলা ডেস্কঃ
গত এক বছরে ভারতীয় শেয়ার বাজারে কোন সেক্টর বাজিমাত করেছে আর কারা পিছিয়ে পড়েছে, তা নিয়ে একটি গুরুত্বপূর্ণ বিশ্লেষণ প্রকাশিত হয়েছে। NSE থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২৯ আগস্টের ভ্যালুয়েশনের ভিত্তিতে এই রিপোর্ট কার্ড তৈরি করা হয়েছে, যা বিনিয়োগকারীদের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে। শর্ট টার্মে অর্থাৎ মাত্র এক বছরে কোন খাতের পারফরম্যান্স সবচেয়ে ভালো ছিল, সেই উত্তরই লুকিয়ে আছে এই তালিকায়।
বিশেষজ্ঞদের মতে, গত বারো মাসে বহু সেক্টরের ভাগ্যে বড় পরিবর্তন এসেছে। কিছু ক্ষেত্রে অস্বাভাবিক বৃদ্ধি দেখা গেছে, আবার কিছু ক্ষেত্রে ভ্যালুয়েশন এমনভাবে কমেছে যা রীতিমতো অবাক করার মতো। এই রিপোর্ট কার্ডে সেই চিত্রটিই উঠে এসেছে।
টপ পারফর্মিং সূচক
এই তালিকায় সবার উপরে রয়েছে Nifty MidSmall Financial Services। এক বছরের হিসেবে এটিই সেরা পারফর্ম্যান্স দেখিয়েছে। এই সূচকের মধ্যে বেশ কয়েকটি সাব-সেক্টর দারুণ ফল করেছে, যেমন:
- প্রাইভেট সেক্টর ব্যাঙ্ক: ১৮.৫৯%
- নন-ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কো ম্পা নি: ১৮.৫৪%
- এক্সচেঞ্জ এবং ডেটা প্ল্যাটফর্ম: ১৬.০৮%
- ফিনটেক: ১১.৯৫%
- পাবলিক সেক্টর ব্যাঙ্ক: ৭.০৬%
শীর্ষ ১০ স্টক এবং গুরুত্বপূর্ণ পরামর্শ
এই সূচকের সেরা পারফর্মিং স্টকগুলোর মধ্যে BSE, HDFC AMC এবং Max Financial-এর মতো নাম বারবার উঠে এসেছে। তবে উল্লেখ্য, এই সূচক প্রতি ছয় মাস অন্তর রিব্যালেন্সিং করা হয়। শুরু থেকে ধরলে এর প্রাইস রিটার্ন ১৫.০২%।
বিশেষজ্ঞরা সব সময় স্বল্পমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে অতিরিক্ত প্রত্যাশা নিয়ে সতর্ক করে থাকেন। তাই বিনিয়োগকারীদের পরামর্শ দেওয়া হচ্ছে, কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই নিজেদের আর্থিক উপদেষ্টাদের সঙ্গে পরামর্শ করে নিতে।