অভিষেককে বিয়ের পর যে উপহারে চমকে গিয়েছিলেন ঐশ্বর্য, দাম জানলে চমকে যাবেন আপনিও – এবেলা

এবেলা ডেস্কঃ

বলিউডের অন্যতম প্রভাবশালী এবং জনপ্রিয় জুটি ঐশ্বর্য রাই এবং অভিষেক বচ্চন। তাদের বিয়ে ছিল সে সময়ের সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর মধ্যে অন্যতম। বচ্চন পরিবারের বধূ হিসেবে ঐশ্বর্যকে নানা দামি উপহারে ভরিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু এর মধ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছিল একটি বিশেষ উপহার।

বিয়েতে ঐশ্বর্যকে যে হীরার মঙ্গলসূত্রটি উপহার দেওয়া হয়েছিল, সেটি ছিল আলোচনার কেন্দ্রবিন্দু। শোনা যায়, বচ্চন পরিবারের পক্ষ থেকে ঐশ্বর্যের জন্য এই বিশেষ উপহারটি বেছে নেওয়া হয়েছিল। তবে এই মঙ্গলসূত্রের দাম কত ছিল তা জানলে অবাক হতে হয়। সেই সময় এর দাম ছিল ৪৫ লক্ষ টাকা, যা অনেকেরই ধারণার বাইরে।

বিয়ের পর ঐশ্বর্যকে বহু অনুষ্ঠানেই এই মঙ্গলসূত্রটি পরতে দেখা গিয়েছে। তবে কিছু বছর পর হঠাৎই তার গলায় এটি আর দেখা যায়নি। এতে গুঞ্জন শুরু হয়, তবে এর পেছনে ছিল অন্য কারণ। ঐশ্বর্য নিজেই একসময় বলেছিলেন, সন্তান হওয়ার পর তিনি নিজেকে খুব বেশি গয়না দিয়ে মুড়ে রাখতে পছন্দ করেন না।

তবে সম্প্রতি যখন অভিষেক-ঐশ্বর্যের বিচ্ছেদের গুঞ্জন তুঙ্গে, সেই সময়ই প্যারিস ফ্যাশন উইকে মেয়ে আরাধ্যাকে নিয়ে হাজির হন ঐশ্বর্য। সেখানেই তার গলায় আবার দেখা যায় সেই রত্নখচিত মঙ্গলসূত্রটি। এতে তাদের ভক্তরা বেশ স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন। পরে এক মাথা সিঁদুর পরে রেড কার্পেটে হাজির হয়ে সব জল্পনার অবসান ঘটান ঐশ্বর্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *