নতুন ইতিহাস গড়লো ভারত, এবার এই দেশেও মিলবে UPI পেমেন্টের সুবিধা – এবেলা

এবেলা ডেস্কঃ
ভারতীয়দের জন্য দারুণ খবর কাতার সফরে এবার আর নগদ টাকা নিয়ে ঘোরার দরকার নেই। কারণ, ভারতে ডিজিটাল লেনদেনের জনপ্রিয় মাধ্যম ইউপিআই এখন কাতারেও চালু হয়েছে। এই সুবিধার ফলে ভারতীয় পর্যটকদের কেনাকাটা এবং অন্যান্য লেনদেন আরও সহজ হবে।
ভারতের ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (এনপিসিআই)-এর আন্তর্জাতিক শাখা এনআইপিএল কাতারের ন্যাশনাল ব্যাংকের (কিউএনবি) সঙ্গে এই চুক্তি করেছে। এখন থেকে কাতারে কিউএনবি-এর পয়েন্ট অফ সেল (পিওএস) মেশিনে ইউপিআই কিউআর কোড স্ক্যান করে সহজেই পেমেন্ট করা যাবে।
কাতারের পর ভ্রমণকারীদের জন্য সুখবর
কাতারে আসা আন্তর্জাতিক পর্যটকদের মধ্যে ভারতীয়রা দ্বিতীয় বৃহত্তম গোষ্ঠী। তাই এই পদক্ষেপ তাদের জন্য খুবই সুবিধাজনক হবে। ইউপিআই চালু হওয়ায় এখন কাতারের বিভিন্ন পর্যটন কেন্দ্র এবং শপিং মলে সহজে ডিজিটাল পেমেন্ট করা যাবে। ইউপিআই-এর এই জনপ্রিয়তা এখন কেবল ভারতেই সীমাবদ্ধ নয়, বরং তা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে। ইতিমধ্যেই সংযুক্ত আরব আমিরাত, ফ্রান্স, সিঙ্গাপুর, ভুটান, নেপাল, মরিশাস, শ্রীলঙ্কা এবং মালয়েশিয়ার মতো দেশেও ইউপিআই পেমেন্ট সুবিধা চালু আছে।
এই উদ্যোগের ফলে শুধু ভারতীয়রাই উপকৃত হবেন না, বরং কাতারের খুচরো ব্যবসা এবং পর্যটন শিল্পও লাভবান হবে। কারণ, ইউপিআই পেমেন্ট গ্রহণ করায় কিউএনবি-এর গ্রাহকদের লেনদেন বাড়বে। এই চুক্তির ফলে নগদ টাকার উপর নির্ভরশীলতা কমবে এবং সীমান্ত পেরিয়ে ডিজিটাল লেনদেন আরও সহজ হবে।
কিউএনবি কর্তৃপক্ষও এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। তাদের মতে, ইউপিআই চালু হওয়ায় কেবল ভারতীয় পর্যটকদের সুবিধাই হবে না, একইসঙ্গে এটি কাতারের আর্থিক বাজারেও এক নতুন দিগন্ত খুলে দেবে, যেখানে ক্যাশলেস লেনদেনকে আরও উৎসাহিত করা হবে।