সোনার গয়না কেনার আগে সাবধান! এই ভুলগুলো করলে হতে পারে বড় লোকসান – এবেলা

এবেলা ডেস্কঃ
উৎসবের মরসুমে সোনা কেনার ধুম পড়ে যায়। কিন্তু শুধু গয়না বা সোনায় বিনিয়োগ করলেই হবে না, কিছু সাধারণ বিষয়ে সচেতন না থাকলে বড়সড় লোকসান হতে পারে। সাধারণত, মানুষ হলমার্ক, মেকিং চার্জ বা বিশুদ্ধতার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো খেয়াল করেন না, আর এখানেই ঘটে বিপত্তি। এই বিষয়গুলো মাথায় রেখে চললে ঠকে যাওয়ার সম্ভাবনা থাকবে না।
হলেমার্কের গুরুত্ব
সোনার গয়না কেনার আগে অবশ্যই হলমার্ক যাচাই করে নিন। ভারতীয় মানক ব্যুরো (BIS)-এর লোগো, সোনার বিশুদ্ধতা এবং একটি অনন্য HUID নম্বর দেখে নিশ্চিত হয়ে কেনা উচিত।
ক্যারেট এবং বিশুদ্ধতা
সোনার বিশুদ্ধতা মাপা হয় ক্যারেট দিয়ে। ২৪ ক্যারেট সোনাকে সবচেয়ে বিশুদ্ধ (৯৯.৯%) ধরা হয়। তবে বেশিরভাগ গয়না ২২ ক্যারেটের হয়, কারণ এটি গয়না তৈরির জন্য উপযুক্ত। ১৮ এবং ৯ ক্যারেট সোনাও এখন সরকারিভাবে স্বীকৃত।
প্রতিদিনের দাম জেনে নিন
সোনার দাম প্রতিদিন ওঠানামা করে। তাই দোকানে যাওয়ার আগে আপনার শহরে ২২ ক্যারেট এবং ২৪ ক্যারেট সোনার বর্তমান দাম জেনে নেওয়া বুদ্ধিমানের কাজ। যদি দাম বাড়ার সম্ভাবনা থাকে, তাহলে আগেই বুকিং দিয়ে রাখতে পারেন।
মেকিং ও ওয়েস্টেজ চার্জ
গয়না তৈরির খরচকেই মেকিং চার্জ বলা হয়, যা প্রতি গ্রামে বা মোট মূল্যের শতাংশ হিসেবে ধরা হয়। এটি ডিজাইনের ওপর নির্ভর করে। অনেক সময় উৎসবে মেকিং চার্জে ছাড় দেওয়া হয়। অন্যদিকে, গয়না তৈরির সময় যেটুকু সোনা নষ্ট হয়, তার জন্য নেওয়া হয় ওয়েস্টেজ চার্জ। কেনার আগে এই দুটি চার্জ সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা জরুরি।
GST এবং বাই-ব্যাক পলিসি
সোনার মোট দামের ওপর ৩% জিএসটি (GST) দিতে হয়। এই নিয়ম সব ধরনের সোনা, যেমন গয়না বা গোল্ড বিস্কিটের ক্ষেত্রে প্রযোজ্য। এছাড়াও, পুরোনো গয়না বদলে নতুন গয়না কেনার সময় বা ভবিষ্যতে বিক্রির জন্য জুয়েলার্সের বাই-ব্যাক পলিসি সম্পর্কে আগে থেকে জেনে নিন।
বিস্তারিত বিল
সবশেষে, কেনাকাটার পর অবশ্যই একটি বিস্তারিত বিল নিন। বিলে সোনার ক্যারেট, ওজন, মেকিং চার্জ, জিএসটি এবং HUID নম্বর স্পষ্ট করে উল্লেখ আছে কি না দেখে নিন। এটি ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ।