জলপাইগুড়িতে মহালয়ার ভোরে ভয়ংকর ঘটনা! বাড়ির ভেতর ঢুকে বৃদ্ধাকে টেনে নিয়ে গেল চিতাবাঘ – এবেলা
September 24, 2025

এবেলা ডেস্কঃ
জলপাইগুড়ি শহরে চা বাগানের কাছে একটি গ্রামে মহালয়ার ভোরে হঠাৎ এক চিতাবাঘের হামলায় চারজন আহত হয়েছেন। এদের মধ্যে এক বৃদ্ধা গুরুতর জখম হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। জানা গেছে, প্রথমে চিতাবাঘটি এক কিশোরের ওপর হামলা চালায়। মানুষের চিৎকারে ভয় পেয়ে সেটি একটি বাড়ির ভেতরে ঢুকে পড়ে এবং ভোররাতে শৌচকর্ম করতে যাওয়া এক বৃদ্ধার ওপর ঝাঁপিয়ে পড়ে।
পরিবারের সদস্যরা ছুটে এলে চিতাবাঘটি তাদেরও আক্রমণ করে। মানুষের প্রতিরোধের মুখে শেষমেশ সেটি চা বাগানের অন্ধকারে মিশে যায়। এই ঘটনার পর থেকে গ্রামজুড়ে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত চিতাবাঘটিকে ধরার জন্য খাঁচা পাতার দাবি জানিয়েছেন। আহতদের মধ্যে তিনজন প্রাথমিক চিকিৎসা পেয়েছেন, তবে গুরুতর আহত ওই বৃদ্ধাকে এখনও হাসপাতালে থাকতে হচ্ছে।