২০ দিনের শুটিংয়ের পরও ‘কল্কি ২’ থেকে বাদ দীপিকা, নেপথ্যে কি প্রভাস? – এবেলা

এবেলা ডেস্কঃ

বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে নিয়ে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে। গুঞ্জন, মেগাবাজেট ছবি ‘কল্কি ২৮৯৮ এডি’র সিক্যুয়েল এবং আরও একটি দক্ষিণী ছবি ‘স্পিরিট’ থেকে নাকি বাদ পড়েছেন তিনি। আরও চাঞ্চল্যকর বিষয় হলো, এই দুটি ছবিরই নায়ক হলেন দক্ষিণী সুপারস্টার প্রভাস। তাই কানাঘুষো শোনা যাচ্ছে, দীপিকাকে সরানোর নেপথ্যে নাকি প্রভাসেরই হাত রয়েছে।

দক্ষিণী সংবাদমাধ্যম সূত্রে খবর, ‘কল্কি’র সিক্যুয়েলের জন্য দীপিকা প্রায় ২০ দিনের শুটিংও করে ফেলেছিলেন। কিন্তু হঠাৎ করে চিত্রনাট্যে পরিবর্তন এনে তার চরিত্রকে ছোট করে একটি ক্যামিও রোলে নামিয়ে আনা হয়। যদিও বিভিন্ন মহলে এই সিদ্ধান্তের কারণ নিয়ে নানা কথা শোনা যাচ্ছে। কেউ বলছেন, দীপিকার কাজের সময়ের সীমাবদ্ধতা নাকি সমস্যা তৈরি করেছিল। আবার কেউ দাবি করছেন, অতিরিক্ত পারিশ্রমিক চাওয়ার কারণেই তাকে বাদ দেওয়া হয়েছে।

তবে এই বিতর্কের মাঝেই সব অভিযোগের তির গিয়ে পড়েছে প্রভাসের দিকে। ‘গ্রেট অন্ধ্রা’ নামের একটি দক্ষিণী সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দীপিকার অনুরাগীরা দাবি করেছেন যে, প্রভাস যদি চাইতেন, তাহলে দীপিকাকে ছবি থেকে বাদ দেওয়া সম্ভব হতো না। তাদের অভিযোগ, প্রভাস এই বিষয়ে নির্মাতাদের সঙ্গে কোনো আলোচনা না করায় দীপিকাকে সরে যেতে হয়েছে। তারা মনে করেন, প্রভাস পাশে থাকলে নির্মাতারা এমন সিদ্ধান্ত নেওয়ার সাহস পেতেন না।

অন্যদিকে, প্রভাসের ঘনিষ্ঠ মহল থেকে জানা যায়, তিনি সাধারণত ছবির কাস্টিং নিয়ে মাথা ঘামান না। তাই এই দুটি ছবি থেকে দীপিকার বাদ পড়ার বিষয়ে তিনি কোনো হস্তক্ষেপ করেননি। এই নীরবতাকে অনেকেই ‘স্বার্থপরতা’ হিসেবে দেখছেন।

যদিও এই সব বিতর্কে দীপিকার বিশেষ মাথাব্যথা নেই বলেই মনে হচ্ছে। সম্প্রতি তিনি পোল্যান্ডে শাহরুখ খানের সঙ্গে তার নতুন ছবি ‘কিং’-এর শুটিং শুরু করেছেন। সেই ছবির সেট থেকে একটি ছবি পোস্ট করে তিনি যেন ‘কল্কি’র নির্মাতাদের পরোক্ষভাবে জবাব দিয়েছেন। শাহরুখের সঙ্গে ছবি দিয়ে দীপিকা লিখেছেন, “প্রায় ১৮ বছর আগে ‘ওম শান্তি ওম’-এর শুটিংয়ের সময় শাহরুখ আমাকে শিখিয়েছিলেন যে, একটি ছবিতে কাজ করার অভিজ্ঞতা এবং তুমি কাদের সঙ্গে কাজ করছ, সেটা বক্স অফিস সাফল্যের থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমিও মন থেকে এই কথা বিশ্বাস করি এবং তার পর থেকে এই মন্ত্রকে পাথেয় করেই প্রতিটা কাজের সিদ্ধান্ত নিয়েছি।” এই মন্তব্যের মাধ্যমে দীপিকা যে নাম না করে প্রভাস বা ‘কল্কি’র নির্মাতাদেরই বিঁধতে চেয়েছেন, তা স্পষ্ট।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *