কলকাতায় উৎসবের আগে ঘোর দুর্যোগ, জমা জলে প্রাণ গেল ৪ জনের – এবেলা
September 24, 2025

এবেলা ডেস্কঃ
উৎসবের মরসুমে হঠাৎ বিপর্যয়। টানা বৃষ্টিতে জলমগ্ন কলকাতার বিস্তীর্ণ এলাকা, সেই জমা জলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শহরের বিভিন্ন প্রান্তে মৃত্যু হয়েছে অন্তত চারজনের। এই মর্মান্তিক ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। পূজার আগে এমন ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।
ইতিমধ্যেই মৃতদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কীভাবে এমন মর্মান্তিক ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয়দের দাবি, বিদ্যুৎ দপ্তর ও পুরসভার গাফিলতিতেই এমন প্রাণহানি ঘটেছে। ঘটনাটির পুঙ্খানুপুঙ্খ তদন্ত না হলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারত বলেও অভিযোগ তাদের।