আমেরিকার সরকারি দপ্তরে বন্দুকবাজের হামলা, কর্মীদের মধ্যে হুড়োহুড়ি; এরপর কী হলো? – এবেলা

এবেলা ডেস্কঃ

ফের বন্দুকবাজের হামলায় কেঁপে উঠল আমেরিকা। এবার নিশানায় ডালাসের মার্কিন ইমিগ্রেশন এবং কাস্টমস এনফোর্সমেন্ট অফিস। বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে ৭টা নাগাদ ওই সরকারি দপ্তরে এক বন্দুকবাজের হামলায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এলোপাথাড়ি গুলিতে একজন নিহত হয়েছেন এবং দুজন আহত হয়েছেন বলে জানা গেছে। তবে সবচেয়ে চাঞ্চল্যকর খবর হলো, হামলা চালানোর পর বন্দুকবাজ নিজেকেও শেষ করে দিয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার পর পরই অফিসের কর্মীদের মধ্যে চরম হুড়োহুড়ি শুরু হয়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। আহতদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তাদের চিকিৎসা চলছে।

সরকারি অফিসের কঠোর নিরাপত্তা ভেদ করে কীভাবে এই হামলা চালানো হলো, তা নিয়ে প্রশ্ন উঠেছে। ঠিক কী কারণে ওই যুবক এই হামলা চালিয়েছিল, সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি এবং তার পরিচয়ও এখনও প্রকাশ করা হয়নি। ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *