বিক্ষুব্ধ মমতা! বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় সিইএসসি-কে খোলা চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর – এবেলা

এবেলা ডেস্কঃ
লাগাতার বৃষ্টির পর কলকাতার একাধিক জায়গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একাধিক মৃত্যুর ঘটনায় ক্ষোভে ফেটে পড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মর্মান্তিক ঘটনার দায় সরাসরি সিইএসসি-র উপর চাপালেন তিনি। মৃতদের পরিবারকে সরকারি চাকরির প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি সংস্থার কাছে পাঁচ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দাবি করেছেন মুখ্যমন্ত্রী।
মঙ্গলবার ভবানীপুরে একটি পুজো উদ্বোধনে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, সরকার মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেবে। তবে এখানেই না থেমে তিনি স্পষ্ট করে দেন, ‘এই মৃত্যুর দায় সিইএসসি-র। ওদের গাফিলতিতেই এতগুলো প্রাণ গেল। ওদেরই ক্ষতিপূরণ দিতে হবে।’
সিইএসসি-কে সরাসরি নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, ‘যদি সিইএসসি মৃতদের পরিবারের কাউকে চাকরি না দেয়, তাহলে রাজ্য সরকার সেই দায়িত্ব নেবে।’ এখানেই না থেমে তিনি সঞ্জীব গোয়েঙ্কার নেতৃত্বাধীন সংস্থাকে অন্তত পাঁচ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার আবেদন জানান।
টানা বৃষ্টিতে দুর্যোগ পরিস্থিতির জন্য প্রকৃতিকে দায়ী করার পাশাপাশি রাজ্যের ক্ষোভ ফরাক্কা ব্যারেজ ও কলকাতা বন্দরের ড্রেজিং না হওয়া নিয়েও। মমতা বলেন, ‘বিহার-ঝাড়খণ্ডে বৃষ্টি হলে সব জল এসে পড়ে আমাদের এখানে। সবটাই আমাদের সামলাতে হয়।’ সিইএসসি-র পরিকাঠামো নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর অভিযোগ, সংস্থাটি রাজস্থানে পরিকাঠামোর আধুনিকীকরণ করলেও কলকাতায় কাজ করছে না। একইসঙ্গে জানান, তিনি সংস্থার কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে কথা বলেছেন। কলকাতার নিচু এলাকাগুলিতে এখনও জল জমে থাকলেও মুখ্যমন্ত্রী আশ্বাস দেন, পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে।