শহরের বহুতল থেকে রহস্যজনক পতন আবারও, এবার ট্যাংরায় কী ঘটল! – এবেলা

এবেলা ডেস্কঃ
দক্ষিণ কলকাতার আনন্দপুরের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার ট্যাংরায় ২৫ তলা বহুতল থেকে রহস্যজনকভাবে পড়ে মৃত্যু হলো এক তরুণীর। সোমবার সকালে ট্যাংরার ক্যানাল সাউথ রোডের একটি বহুতলে ঘটনাটি ঘটে। বিকট শব্দ শুনে ছুটে এসে নিরাপত্তারক্ষীরা দেখেন, রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন ২৯ বছর বয়সী এক তরুণী। তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে পৌঁছে দেহ ময়নাতদন্তের জন্য পাঠায়।
প্রাথমিক তদন্তে পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে নিশ্চিত হয়েছে যে এটি আত্মহত্যা। পুলিশ সূত্রে জানা যায়, ওই তরুণী তাঁর পরিবারের সঙ্গেই ফ্ল্যাটে থাকতেন এবং আগের রাতেও একসঙ্গে খাওয়াদাওয়া করেছিলেন। তাঁর ঘর থেকে একটি আধখাওয়া মদের বোতল উদ্ধার হয়েছে। পুলিশের ধারণা, মানসিক চাপ থেকেই এমন চরম পদক্ষেপ নিয়েছেন তিনি। এই ঘটনায় ট্যাংরা থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে।