সলমন কি সত্যিই মা হতে চলা ক্যাটরিনাকে শুভেচ্ছা জানালেন? এক পোস্টে তোলপাড় নেটদুনিয়া! – এবেলা

এবেলা ডেস্কঃ
মা হতে চলেছেন ক্যাটরিনা কাইফ, এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই শুভেচ্ছার বন্যায় ভাসছেন ভিকি কৌশল ও ক্যাটরিনা। আলিয়া ভাট, সোনম কাপুর থেকে শুরু করে রণবীর-দীপিকার মতো তারকারাও তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন। এমন আনন্দমুখর পরিবেশের মধ্যেই হঠাৎ নেটদুনিয়ায় একটি পোস্ট ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে, ক্যাটরিনার প্রাক্তন প্রেমিক সালমান খান নাকি তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন।
একটি ভুয়ো পোস্ট ঘিরে শুরু হয়েছে তুমুল জল্পনা। সেই পোস্টে দেখা যাচ্ছে, ক্যাটরিনার প্রেগন্যান্সি শুটের ছবি শেয়ার করে সালমান তাঁদের অভিনন্দন জানিয়েছেন। এই পোস্টটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং অনেকেই বিশ্বাস করতে শুরু করেন যে সালমান তাঁর প্রাক্তন প্রেমিকার প্রতি পুরনো বন্ধুত্ব বজায় রেখেছেন।
তবে বলিউড সূত্রের খবর অনুযায়ী, এই পোস্টটি সম্পূর্ণ ভুয়ো। বাস্তবে সালমান ক্যাটরিনাকে ব্যক্তিগতভাবে কোনো শুভেচ্ছা জানাননি এবং তাঁর আসল পোস্টেও কোনো লাইক করেননি। যদিও সালমান ও ক্যাটরিনার মধ্যে বিচ্ছেদের পরেও বন্ধুত্ব ছিল, কিন্তু এই বিশেষ ঘটনায় সালমানের তরফে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি।
একসময় তাঁদের প্রেম নিয়ে বলিউড পাড়ায় ব্যাপক চর্চা ছিল। সালমানের পরিবারের সঙ্গে ক্যাটরিনার সম্পর্কও বেশ ভালো ছিল। তবে সেই সম্পর্ক ভেঙে যাওয়ার পর ক্যাটরিনা ভিকি কৌশলের সঙ্গে সম্পর্কে জড়ান এবং বর্তমানে তাঁরা সুখী দম্পতি। এখন তাঁদের নতুন পথ চলা শুরু হচ্ছে, তবে তার মাঝেই ভুয়ো পোস্ট ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক।