জওয়ান-এর জন্য সেরা অভিনেতা, জাতীয় পুরস্কার পেয়েই শাহরুখের উদ্দেশে আরিয়ান-সুহানা কী বললেন? জানুন – এবেলা

এবেলা ডেস্কঃ
তিন দশকের ফিল্মি কেরিয়ারে অবশেষে এল প্রথম জাতীয় পুরস্কার। বলিউড বাদশা শাহরুখ খানের এই অভাবনীয় প্রাপ্তিতে উচ্ছ্বসিত গোটা দেশ। সম্প্রতি নয়াদিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই পুরস্কার হাতে তুলে নেন কিং খান। অ্যাটলি পরিচালিত ‘জওয়ান’ ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য সেরা অভিনেতার সম্মান পান তিনি।
তবে এই সম্মান শুধু শাহরুখের নয়, তাঁর গোটা পরিবারের। বাবা শাহরুখের এই সাফল্যে গর্বিত ছেলে আরিয়ান ও মেয়ে সুহানা। ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্ট করে তারা যৌথভাবে বাবাকে শুভেচ্ছা জানায়। ক্যাপশনে তারা লেখে, “তুমি সব সময়ই বলো তুমি কখনও রুপো জেতোনি, কেবলই সোনা হারিয়েছ। কিন্তু এক্ষেত্রে রুপোই আসল সোনা। তোমার এই সম্মানপ্রাপ্তিতে আমরা আপ্লুত। অনেক অভিনন্দন বাবা। তোমাকে খুব ভালোবাসি।”
স্বামী শাহরুখের এই সাফল্যের পর সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানান স্ত্রী গৌরী খানও। তিনি লেখেন, “কী অসাধারণ তোমার শাহরুখ। অনেক শুভেচ্ছা তোমার এই জাতীয় পুরস্কারপ্রাপ্তিতে। এটা তোমার এত বছরের কঠিন পরিশ্রমের ফল। এখন তোমার এই সম্মানপ্রাপ্তির পর বাড়িতে তোমার এই পুরস্কার ঢেকে রাখার জন্য বিশেষ ব্যবস্থা করছি।”
উল্লেখ্য, এবারের জাতীয় পুরস্কারে শুধু শাহরুখ নন, আরও অনেক তারকা পুরস্কৃত হয়েছেন। সেরা অভিনেতা হিসেবে ‘টুয়েলভথ ফেল’ ছবির জন্য পুরস্কৃত হন বিক্রান্ত মাসে। এছাড়াও ‘মিসেস চ্যাটার্জি ভার্সাস নরওয়ে’ ছবির জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন রানি মুখোপাধ্যায়। সেরা হিন্দি ছবির পুরস্কার পায় ‘কাঠাল: এ জ্যাকফ্রুট মিসট্রি’। অন্যদিকে, দাদাসাহেব ফালকে সম্মানে ভূষিত হয়েছেন দক্ষিণী সুপারস্টার মোহনলাল।