আশ্চর্য! ২৪৭ মিলিমিটার বৃষ্টিতেও কেন ডুবল না বিধাননগর? – এবেলা

এবেলা ডেস্কঃ

রেকর্ড বৃষ্টিতে যখন গোটা শহর কার্যত জলের তলায়, তখন দ্রুত জল নামিয়ে ‘ম্যান অফ দ্য ম্যাচ’ তকমা পেল বিধাননগর পুরসভা। সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত পাঁচ ঘণ্টায় কলকাতায় গড়ে ২৪৭.৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়, যা সাম্প্রতিক ইতিহাসে বিরল। এই অঝোর বর্ষণে পুজোর মুখে মাথায় হাত পড়েছে উদ্যোক্তা ও মৃৎশিল্পীদের। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, কাশী বোস লেন, টালা প্রত্যয়, শ্রীভূমির মতো বড় পুজোগুলোর মণ্ডপেও জল ঢুকেছে।

কিন্তু এই পরিস্থিতিতেও ব্যতিক্রমী পারফরম্যান্স দেখিয়েছে বিধাননগর। হাডকো মোড় থেকে উল্টোডাঙা বা সেক্টর ফাইভের মতো এলাকা যেখানে সাধারণত জল জমে যায়, সেখানেও ছবিটা ছিল ভিন্ন। মঙ্গলবার রাস্তা ও ফুটপাথ একাকার হয়ে গেলেও বুধবার সকাল থেকে ছবিটা সম্পূর্ণ পাল্টে যায়। উইপ্রো, মহিষবাথান, করুণাময়ী, কলেজ মোড়ের মতো জায়গায় কোথাও এক ফোঁটা জলও জমে নেই।

দ্রুত জল নামার এই সাফল্যের পেছনে রয়েছে পুরসভার নিরলস প্রচেষ্টা। ভোর থেকে মধ্যরাত পর্যন্ত সব ক’টি পাম্পিং স্টেশন সমান তালে কাজ করেছে। বিধাননগর পুরনিগমের মেয়র কৃষ্ণা চক্রবর্তী জানিয়েছেন, এর পেছনে কোনো ম্যাজিক নেই, আছে দীর্ঘদিনের প্রস্তুতি এবং সময়মতো দুর্যোগ মোকাবিলার পরিকল্পনা।

তবে স্বস্তির এই আবহাওয়ার মধ্যেও চিন্তা কাটছে না। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার থেকেই ফের একটি নিম্নচাপ তৈরি হতে পারে এবং ২৫ ও ২৬ সেপ্টেম্বর আবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার বৃষ্টির তাণ্ডবে জনজীবন বিপর্যস্ত হয়েছিল। মেট্রো পরিষেবা ব্যাহত হয়, বাতিল হয় পরীক্ষা ও স্কুলের ছুটি ঘোষণা করা হয়। বিভিন্ন স্থানে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। ভার্চুয়ালি পুজোর উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতিতে আগামী কয়েক দিন কেমন কাটবে, সেদিকেই তাকিয়ে শহরবাসী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *