পাকিস্তানে ফের ট্রেন হামলার রহস্য! জাফর এক্সপ্রেস লাইনচ্যুত, নেপথ্যে বালোচ জঙ্গিরা? – এবেলা

এবেলা ডেস্কঃ
পাকিস্তানের বালোচিস্তানে ফের ভয়াবহ হামলার শিকার হলো জাফর এক্সপ্রেস। বিস্ফোরণের তীব্রতায় ট্রেনটির ছয়টি কামরা লাইনচ্যুত হয়েছে। মঙ্গলবার মাস্তুং জেলার দাশ্ত এলাকায় এই ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আইইডি বিস্ফোরণের কারণেই এই হামলা চালানো হয়েছে। হামলার সময় ট্রেনে প্রায় ৪০০ জনের বেশি যাত্রী ছিলেন। এই ঘটনায় বহু যাত্রী আহত হয়েছেন। তদন্তকারীদের ধারণা, যেহেতু ঘটনাটি বালোচ বিদ্রোহীদের এলাকায় ঘটেছে, তাই এর পেছনে তাদেরই হাত থাকতে পারে।
উল্লেখ্য, চলতি বছরের মার্চ মাসেও এই ট্রেনে একই ধরনের হামলা হয়েছিল। হামলার পরপরই আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। তদন্ত চলছে, এবং এই হামলার পেছনে কারা জড়িত তা নিশ্চিতভাবে জানা যায়নি। বালোচ বিদ্রোহীরা অতীতেও এই ধরনের হামলা চালিয়েছে, ফলে তাদের দিকেই সন্দেহের তীর রয়েছে।