ক্রিকেট মাঠে রাহুলের ব্যর্থতা, জুরেলের শট সিলেকশন নিয়ে প্রশ্ন! ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কি সুদর্শনের অভিষেক? – এবেলা

এবেলা ডেস্কঃ

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন সিরিজের আগে ভারতীয় দলের প্রস্তুতিতে বড় ধাক্কা। অস্ট্রেলিয়ার এ দলের বিরুদ্ধে দ্বিতীয় বেসরকারি টেস্টে চূড়ান্ত ব্যর্থতার মুখ দেখলেন কেএল রাহুল এবং তরুণ উইকেটকিপার ধ্রুব জুরেল। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার এ দল প্রথম ইনিংসে ৪২০ রান তোলে। সেখানে মহম্মদ সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণর মতো তারকা বোলাররাও প্রভাব ফেলতে পারেননি। জবাবে ব্যাট করতে নেমে ভারতীয় এ দল মাত্র ১৯৪ রানে গুটিয়ে যায়।

লখনউয়ের একানা স্টেডিয়ামে রাহুল ২৪ বলে মাত্র ১১ রান করে আউট হন। অন্যদিকে, প্রথম টেস্টে ১৪০ রানের দুরন্ত ইনিংস খেলা অধিনায়ক ধ্রুব জুরেল মাত্র ১ রান করে সাজঘরে ফেরেন। এই দুই তারকার এমন পারফরম্যান্স নির্বাচকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। তবে ব্যাটিং বিপর্যয়ের মধ্যেও আশার আলো দেখিয়েছেন সাই সুদর্শন।

ইংল্যান্ড সিরিজে অভিষিক্ত সুদর্শন ১৪০ বলে ৭৫ রানের একটি লড়াকু ইনিংস খেলেন। তাঁর এই পারফরম্যান্স নির্বাচকদের নতুন করে ভাবতে বাধ্য করবে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের আগে তাঁর ব্যাটে রান আসা এক ইতিবাচক দিক। এখন দেখার, এই ইনিংস তাঁকে ক্যারিবিয়ান সিরিজের দলে সুযোগ করে দিতে পারে কি না।

উল্লেখ্য, অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে নেমেও ব্যাটিং বিপর্যয়ের সামনে পড়েছে। দ্বিতীয় দিনের শেষে তাদের রান ৩ উইকেটে ১৬। মহম্মদ সিরাজ, গুরনূর ব্রার এবং মানব সুথারের শিকার একটি করে উইকেট। অস্ট্রেলিয়ার এ দল এখনও ২৪২ রানে এগিয়ে রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *