চমকপ্রদ ঘোষণা! পাকিস্তানের দাবি, ট্রফি জয় নিশ্চিত – এবেলা

এবেলা ডেস্কঃ
ক্রিকেট মাঠে দারুণ এক জয় পেয়েছে পাকিস্তান। সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে স্বস্তি ফিরেছে তাদের শিবিরে। এই জয়ের পর পাকিস্তানের তারকা ক্রিকেটার হুসেন তালাত এক বিস্ফোরক মন্তব্য করেছেন, যা ক্রিকেট দুনিয়ায় আলোড়ন তুলেছে। তিনি সরাসরি ঘোষণা দিয়েছেন, “আর মাত্র দুটো ম্যাচ বাকি। যদি আমরা সেই দুটো ম্যাচ ভালো খেলতে পারি, তাহলে ট্রফি জিতে নেব।” তার এই কথায় দলের আত্মবিশ্বাস যেন আকাশ ছুঁয়েছে।
সুপার ফোরে শ্রীলঙ্কার বিরুদ্ধে পাকিস্তান জয় পেয়েছে বটে, কিন্তু ফাইনালের রাস্তা এখনও নিশ্চিত নয়। যদিও পাকিস্তানের ক্রিকেটাররা এখন থেকেই জয়ের স্বপ্ন দেখছেন। হুসেন তালাত মনে করেন, বাংলাদেশের বিরুদ্ধে তাদের আসন্ন ম্যাচটি গুরুত্বপূর্ণ, কারণ দুই দলের পয়েন্ট সমান। তিনি আরও বলেন, “আমরা বাংলাদেশের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে খেলেছি এবং আমরা ছন্দে ফিরেছি। দলের একাধিক খেলোয়াড় ভালো পারফরম্যান্স না দেখালেও তারা সুযোগ পাচ্ছে, যা তাদের আত্মবিশ্বাস বাড়াচ্ছে।” পাকিস্তানের এই অতিরিক্ত আত্মবিশ্বাস তাদের জন্য ইতিবাচক নাকি নেতিবাচক ফল আনবে, সেটাই এখন দেখার বিষয়।