ভারতে ব্যবসা করতে গেলে দেশের আইন মানতেই হবে, এক্সকে স্পষ্ট জানাল হাইকোর্ট – এবেলা

এবেলা ডেস্কঃ
সামাজিক মাধ্যম প্ল্যাটফর্ম এক্স (আগের টুইটার)-এর পায়ে এবার কড়া আইনি শিকল পরালো কর্ণাটক হাইকোর্ট। সরকারের দেওয়া একাধিক নির্দেশ চ্যালেঞ্জ করে এক্স কর্তৃপক্ষ যে মামলা করেছিল, বুধবার তা খারিজ করে দিয়েছে আদালত। এক ঐতিহাসিক রায়ে আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, ভারতে কাজ করা কোনও সোশ্যাল মিডিয়া সংস্থা দেশের আইন ও নিয়ম এড়িয়ে চলতে পারবে না।
আদালতের এই পর্যবেক্ষণের পর ডিজিটাল দুনিয়ায় একটি প্রশ্ন নতুন করে উঠে এসেছে, তাহলে কি বিদেশি সংস্থাগুলোর স্বেচ্ছাচারিতা বন্ধ হতে চলেছে? আদালত পর্যবেক্ষণে আরও বলেছে, ডিজিটাল প্ল্যাটফর্মের দ্রুত পরিবর্তনশীল প্রকৃতি সমাজ ও রাজনীতিতে গভীর প্রভাব ফেলছে। তাই সময় এসেছে এদের লাগাম টানার।
আদালত বলেছে, যদি কোনো বিদেশি সংস্থা ভারতের বাজারে ব্যবসা করতে চায়, তবে তাদের অবশ্যই এখানকার নিয়ম-কানুন মেনে চলতে হবে। আদালত সরাসরি মন্তব্য করে, “ভারতের বাজারকে কোনও সংস্থা নিজের খেলার মাঠ হিসেবে ব্যবহার করতে পারে না। আইন সবার জন্য সমান।”
আদালত আরও জানায়, ভারতীয় সংবিধানের ১৯ নম্বর অনুচ্ছেদে যে বাকস্বাধীনতার সুরক্ষা দেওয়া হয়েছে, তা শুধুমাত্র ভারতীয় নাগরিকদের জন্য প্রযোজ্য। এক্স-এর মতো বিদেশি সংস্থা এই অধিকার দাবি করতে পারে না। আদালত দৃঢ়ভাবে বলেছে, “আমেরিকান জুরিসপ্রুডেন্স ভারতীয় বিচারব্যবস্থায় আনা যাবে না।”
আদালতের মতে, প্রযুক্তি যতই উন্নত হোক না কেন, নিয়ন্ত্রণের কাঠামোকেও সমান্তরালভাবে বিকশিত হতে হবে। এ প্রসঙ্গে ২০২১ সালের তথ্যপ্রযুক্তি বিধির কথা উল্লেখ করে আদালত জানায়, নতুন বাস্তবতার সঙ্গে তাল মিলিয়ে নিয়ম তৈরি করা জরুরি।
চূড়ান্ত রায়ে আদালত জোর দিয়ে বলেছে, “কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মই দেশের আইন থেকে রেহাই পেতে পারে না।” এই রায়ের পর এক্স-এর মতো বিদেশি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে এখন সরকারের নির্দেশনা মেনে চলতে হবে। না মানলে পরিণতি যে কঠোর হবে, তা স্পষ্ট।