তিরুপতি মন্দিরে অভাবনীয় পদক্ষেপ, ভিড় নিয়ন্ত্রণে এবার এআই, কী হতে চলেছে মন্দিরে? – এবেলা

এবেলা ডেস্কঃ
দেশের বিভিন্ন তীর্থস্থানে ভিড়ের কারণে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা প্রায়ই শিরোনামে আসে। এই অনিয়ন্ত্রিত ভিড় মোকাবিলায় এবার এক অভিনব পদ্ধতি নিতে চলেছে অন্ধ্রের তিরুপতি মন্দির। জানা গিয়েছে, ভিড় নিয়ন্ত্রণে এবার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করা হবে। এই উদ্যোগ ভারতের কোনও মন্দিরে প্রথম।
খুব শীঘ্রই অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু মন্দিরে অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা-সমন্বিত একটি কমান্ড কন্ট্রোল সেন্টারের উদ্বোধন করবেন। বৈকুণ্ঠম-১ কমপ্লেক্সে তৈরি হওয়া এই সেন্টারে একটি বড় স্ক্রিন বসানো হবে, যা মন্দির কর্তৃপক্ষকে রিয়াল-টাইম তথ্য সরবরাহ করবে।
এই ব্যবস্থা কীভাবে কাজ করবে? মন্দিরের বিভিন্ন প্রান্তে বসানো হবে এআই-সমন্বিত বিশেষ ক্যামেরা। এই ক্যামেরাগুলি তীর্থযাত্রীদের সংখ্যা, লাইনে কতজন আছেন, এমনকি তাঁদের পরিচয়-সহ গুরুত্বপূর্ণ তথ্য মুহূর্তে কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেবে। এর পাশাপাশি, এআই প্রযুক্তির সাহায্যে একটি থ্রিডি মানচিত্র তৈরি হবে, যা ভিড় নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। যদি মন্দিরের কোনও অংশে তীর্থযাত্রীর সংখ্যা হঠাৎ অস্বাভাবিকভাবে বেড়ে যায়, তাহলে এই থ্রিডি মানচিত্রটি তার প্রতিকারের উপায়ও বাতলে দেবে। এই কমান্ড কন্ট্রোল সেন্টারটি পরিচালনা ও পর্যবেক্ষণের জন্য ২৫ জন বিশেষজ্ঞের একটি দলও গঠন করা হয়েছে।
মন্দির কর্তৃপক্ষের এক আধিকারিক জানিয়েছেন, এই নতুন ব্যবস্থা কেবল নিরাপত্তা বাড়াবে না, বরং কর্তৃপক্ষের উপর থেকে চাপও কমাবে। এর ফলে তীর্থযাত্রীদের অভিজ্ঞতা আরও মসৃণ ও আনন্দদায়ক হবে।