জাপান নয়, পাকিস্তানে ট্রেন বিস্ফোরণ! লাইনচ্যুত ৬ কামরা, হতাহত বহু – এবেলা

এবেলা ডেস্কঃ
বালোচিস্তানের মাস্তুং জেলায় ফের হামলার শিকার হয়েছে জাফর এক্সপ্রেস। গতকাল মঙ্গলবার দাশ্ত অঞ্চলে একটি শক্তিশালী বিস্ফোরণে ট্রেনের ৬টি কামরা লাইনচ্যুত হয়ে যায়। পাকিস্তানের পেশোয়ার থেকে কোয়েটার দিকে যাওয়ার পথে ঘটে এই ভয়াবহ ঘটনা। বিস্ফোরণের সময় ট্রেনে প্রায় ৪০০ জন যাত্রী ছিলেন, যাদের মধ্যে অনেকে আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে তদন্তকারীদের অনুমান, এই হামলার পেছনে আইইডি বিস্ফোরণ দায়ী।
তবে এই হামলার নেপথ্যে কারা রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। যেহেতু ঘটনাটি বালোচ বিদ্রোহীদের এলাকায় ঘটেছে, তাই গোয়েন্দাদের ধারণা এর পেছনে বালোচ বিদ্রোহীরাই রয়েছে। উল্লেখ্য, চলতি বছরে এই নিয়ে তৃতীয়বার জাফর এক্সপ্রেসে হামলা চালানো হলো। মার্চ মাসেও ট্রেনটিতে একই ধরনের বিস্ফোরণ ঘটেছিল। এরপর গত ১০ আগস্টও হামলা চালানো হয়। ধারাবাহিক এই হামলার কারণে ওই অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে।