মা হচ্ছেন ক্যাটরিনা, রণবীরের সেই অতীত ভুলে দীপিকা যা করলেন, ভাইরাল মুহূর্তটা – এবেলা

এবেলা ডেস্কঃ

বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি ক্যাটরিনা কইফ ও ভিকি কৌশল তাঁদের জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন। নিজেদের প্রথম সন্তানের আগমন বার্তা তাঁরা সামাজিক মাধ্যমে ঘোষণা করেছেন। এই সুখবর প্রকাশ্যে আসার পরই অনুরাগীরা খুশিতে ভাসছেন। বলিউড সহকর্মীরাও তাঁদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। দীপিকা পাড়ুকোন, অনুষ্কা শর্মা এবং প্রীতি জিন্টা ভিকি-ক্যাটের জীবনে আসন্ন এই নতুন অধ্যায়ের জন্য অভিনন্দন জানিয়েছেন।

ভিকি-ক্যাটরিনা তাঁদের সামাজিক মাধ্যমে একটি পোস্ট করে জানান, “আমাদের জীবনের সেরা অধ্যায় শুরু হতে চলেছে, হৃদয় ভরা আনন্দ আর কৃতজ্ঞতা নিয়ে।” তাঁরা একটি পোলারয়েড ছবিও শেয়ার করেছেন, যেখানে দেখা যায় ক্যাটরিনা নিজের স্ফীতোদরকে স্নেহভরে আলিঙ্গন করছেন এবং ভিকি ভালোবাসার চোখে তাঁর দিকে তাকিয়ে আছেন।

সবচেয়ে বেশি নজর কেড়েছে দীপিকা পাড়ুকোনের শুভেচ্ছাবার্তা। ক্যাটরিনার পোস্টে দীপিকা শুধু একটি ইভিল আই ইমোজি ব্যবহার করে শুভেচ্ছা জানিয়েছেন। এই ইমোজি সাধারণত ‘যাতে নজর না লাগে’ এই অর্থে ব্যবহার করা হয়। আর এই অপ্রত্যাশিত শুভেচ্ছা দেখে নেটপাড়ায় চর্চা শুরু হয়। একসময় এই দুই অভিনেত্রীর সম্পর্ক তিক্ততার কারণে শিরোনামে ছিল। রণবীর কাপুরকে কেন্দ্র করে ২০০৯ সালে ‘আজব প্রেম কি গজব কাহানি’ ছবির শুটিংয়ের সময় তাঁদের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। শোনা যায়, সেই সময় রণবীর দীপিকার সঙ্গে সম্পর্কে থাকাকালীনই ক্যাটরিনার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। স্বাভাবিকভাবেই দীপিকা ও ক্যাটরিনার সম্পর্ক কোন পর্যায়ে নেমে যায়, তা সকলের কাছেই স্পষ্ট।

তবে সেই অধ্যায় এখন অতীত। দীপিকা একটি সাক্ষাৎকারে বলেছিলেন, “সময়ের সঙ্গে অনেক কিছু বদলে গিয়েছে। আমি সবসময়ই ওর প্রতি শ্রদ্ধাশীল ছিলাম। ওর কাজের প্রশংসা করি।” ক্যাটরিনাও দীপিকা সম্পর্কে ইতিবাচক মন্তব্য করে বলেছিলেন, “আমার মনে হয়েছিল, আমাকে ওদের রিসেপশনে যেতে হবে। সেই রাতটা খুব আনন্দময় ছিল। আমরা খুব মজা করে নেচেছিলাম এবং পেটভরে খেয়েছিলাম।”

‘ভিক্যাট’ জুটির আসন্ন সন্তান সংক্রান্ত তথ্য এখনও সীমিত। তবে ইন্ডাস্ট্রি সূত্রে জানা গেছে, ক্যাটরিনা তৃতীয় ট্রাইমেস্টারে রয়েছেন। তাঁর সন্তানের জন্ম অক্টোবর ১৫ থেকে ৩০–এর মধ্যে হতে পারে। এই দম্পতি তাঁদের জীবনের এই বিশেষ মুহূর্ত ব্যক্তিগতভাবে কাটাতে চান এবং সন্তানের জন্মের পর হয়তো আনুষ্ঠানিকভাবে খবরটি জানাবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *