সার্ককে বাঁচাতে হঠাৎ কেন আমেরিকার দ্বারস্থ বাংলাদেশ? নতুন ছক কষছেন ড. ইউনূস? – এবেলা

এবেলা ডেস্কঃ
প্রায় এক দশক ধরে কার্যত অচল হয়ে থাকা দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা বা সার্ক (SAARC)-কে পুনরুজ্জীবিত করতে এবার আমেরিকার সাহায্য চাইলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মার্কিন কূটনীতিক সের্গিও গোরের সঙ্গে তাঁর এই বৈঠক ঘিরে শুরু হয়েছে নতুন জল্পনা।
বিশেষজ্ঞদের মতে, এই পদক্ষেপের পেছনে বাংলাদেশের রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে। বলা হচ্ছে, এর মাধ্যমে ড. ইউনূস পরোক্ষভাবে পাকিস্তানের সঙ্গে সম্পর্ককে আরও শক্তিশালী করতে চাইছেন। উল্লেখ্য, ২০১৬ সালে উরি হামলার পর ভারত ইসলামাবাদে অনুষ্ঠিতব্য সার্ক শীর্ষ সম্মেলন বয়কট করলে এই গোষ্ঠী কার্যত অচল হয়ে পড়ে। তারপর থেকে আর কোনো বড় সম্মেলন অনুষ্ঠিত হয়নি। ভারত স্পষ্ট জানিয়ে দেয়, পাকিস্তান সন্ত্রাসবাদে মদত দেওয়া বন্ধ না করলে তারা কোনো আলোচনায় বসবে না।
সার্কের সদস্য দেশগুলো হলো ভারত, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল ও ভুটান। এই সংস্থাটি বাণিজ্যিক এবং কূটনৈতিক সহযোগিতা বাড়ানোর উদ্দেশ্যে গঠিত হয়েছিল। তবে সদস্য দেশগুলোর মধ্যে মতানৈক্যের কারণে এর কার্যকারিতা বরাবরই সীমিত ছিল।
মার্কিন কূটনীতিক সের্গিও গোর শিগগিরই ভারত ও দক্ষিণ এশিয়ার বিশেষ রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নিতে চলেছেন। এমন পরিস্থিতিতে সার্ক নিয়ে তাঁর সঙ্গে ড. ইউনূসের বৈঠককে বেশ তাৎপর্যপূর্ণ মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এই ঘটনার পর এখন দেখার বিষয়, সার্কের ভবিষ্যৎ নিয়ে আমেরিকা কোনো পদক্ষেপ নেয় কিনা এবং ট্রাম্প প্রশাসন এই বিষয়ে মধ্যস্থতা করতে আগ্রহী হয় কিনা।