তদন্তে টাইফুন রাগাসা বিধ্বংসী ঝড়ের আঘাতে মৃতের সংখ্যা বাড়ছে তাইওয়ানে – এবেলা

এবেলা ডেস্কঃ

তাইওয়ানের পূর্ব উপকূলে আছড়ে পড়েছে চলতি বছরের সবচেয়ে বিধ্বংসী টাইফুন ‘রাগাসা’। দক্ষিণ চিন সাগরে জন্ম নেওয়া এই রাক্ষুসে ঝড়ের আঘাতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে তাইওয়ানের জনপ্রিয় পর্যটন কেন্দ্র হুয়ালিয়ান। স্থানীয় প্রশাসন জানিয়েছে, ঝড়ের তাণ্ডবে এখন পর্যন্ত ১৪ জনের মৃত্যু হয়েছে এবং নিখোঁজ রয়েছেন ১২৪ জন। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রাগাসার তাণ্ডব শুরু হওয়ার পর থেকে তাইওয়ানসহ আশেপাশের উপকূলীয় অঞ্চলগুলিতে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে। শক্তিশালী ঝড়ের সঙ্গে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। গুয়াংফু শহরে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি ও প্রাণহানির খবর পাওয়া গেছে, যেখানে প্রবল বৃষ্টিতে সেতু ভেঙে বহু মানুষ আটকা পড়েছেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে ঝড়ের ভয়াবহতা স্পষ্ট দেখা যাচ্ছে। এই প্রাকৃতিক বিপর্যয়ে স্থানীয় বাসিন্দারা দিশেহারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *