ফের থমকে আয়কর রিফান্ড! জুন মাসেও জমা দেওয়া রিটার্নের টাকা কেন আটকে? – এবেলা

এবেলা ডেস্কঃ

আয়কর জমা দেওয়ার সময়সীমা পেরিয়ে গিয়েছে বেশ কিছুদিন। আয়কর বিভাগের তথ্য অনুযায়ী, ১৬ সেপ্টেম্বর পর্যন্ত ৭.৫৮ কোটির বেশি রিটার্ন জমা পড়েছে। কিন্তু এবারের ছবিটা বেশ অন্যরকম। অনেকেরই রিফান্ড আটকে রয়েছে। যারা জুন-জুলাই মাসেই রিটার্ন জমা করেছিলেন, তাদেরও টাকা ফেরৎ আসেনি। কেন এমনটা হচ্ছে, সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে অনেকের মনে।

বিশেষজ্ঞদের মতে, এবার আয়কর রিফান্ডে দেরি হওয়ার প্রধান কারণ হলো আয়কর বিভাগের কঠোর যাচাই ও নিরীক্ষা প্রক্রিয়া। যে সমস্ত রিটার্নে বেশি পরিমাণ রিফান্ড, অতিরিক্ত ডিডাকশন বা ছাড় দাবি করা হয়েছে, সেগুলোর ক্ষেত্রে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হচ্ছে। শুধু তাই নয়, টিডিএস ডেটার সঙ্গে তথ্যের অমিল, ভুল ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ এবং ই-যাচাইকরণে বিলম্বের কারণেও রিফান্ড প্রক্রিয়াকরণ ধীর হয়ে যাচ্ছে।

রিটার্ন জমা দিয়েও কেন দীর্ঘ অপেক্ষা?

আইকর বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, ২২ সেপ্টেম্বর পর্যন্ত মাত্র ৫.০১ কোটি রিটার্ন প্রক্রিয়া করা হয়েছে। এর মানে এখনও ১ কোটির বেশি রিটার্ন প্রক্রিয়াকরণের অপেক্ষায় রয়েছে। ডেলয়েট ইন্ডিয়ার ডিরেক্টর তরুণ গর্গ সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে, সাধারণত চাকরিজীবীদের ক্ষেত্রে ই-ভেরিফিকেশন হওয়ার পর ২ থেকে ৫ সপ্তাহের মধ্যে রিফান্ড চলে আসে। কিন্তু যে সমস্ত রিটার্নে ক্যাপিটাল গেইনস, বিদেশী সম্পদ বা অতিরিক্ত ডিডাকশনের মতো বিষয় থাকে, সেগুলোর প্রক্রিয়াকরণে সময় লাগে।

এ কে এম গ্লোবালের পার্টনার (ট্যাক্স) সন্দীপ সেহগাল জানান, বেশি টাকার রিফান্ড, একাধিক আয়ের উৎস, বিদেশি আয় এবং ফর্ম ২৬এএস/এআইএস-এ অমিল থাকা রিটার্নগুলো অতিরিক্ত যাচাইয়ের মধ্যে দিয়ে যাচ্ছে। এর পাশাপাশি, ব্যাংক অ্যাকাউন্ট প্রি-ভ্যালিডেট না হলেও রিফান্ডে দেরি হয়। তাই রিফান্ড পেতে হলে করদাতাদের আরও কিছুটা সময় অপেক্ষা করতে হতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *