বাড়িতে বসে অনলাইনে খাবার অর্ডার? এবার বৃষ্টির জন্যও গুনতে হবে বাড়তি খরচ! – এবেলা

এবেলা ডেস্কঃ
অনলাইনে খাবার অর্ডার করার অভ্যেস আছে? তাহলে এখন থেকে আপনাকে বৃষ্টির জন্যও অতিরিক্ত চার্জ দিতে হতে পারে! সম্প্রতি ফুড ডেলিভারি সংস্থাগুলি ‘রেইন ফি’ নামে একটি নতুন চার্জ নেওয়া শুরু করেছে, যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা চলছে। জিএসটি সংক্রান্ত নতুন নিয়মের পর এই চার্জ গ্রাহকদের খরচ আরও বাড়িয়ে দিয়েছে।
ব্যাপারটা ঠিক কী ঘটেছে?
এক গ্রাহক সোশ্যাল মিডিয়ায় তাঁর একটি খাবারের বিলের ছবি শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে, সুইগি বৃষ্টিতে খাবার ডেলিভারি করার জন্য ২৫ টাকা ‘রেইন ফি’ নিয়েছে। এর ওপর ১৮% জিএসটি যুক্ত হয়ে মোট অতিরিক্ত খরচ হয়েছে ২৯.৫০ টাকা। এই বিল দেখে অনেকেই অবাক হয়েছেন। কারণ এতদিন ডেলিভারি চার্জ সরাসরি ডেলিভারি পার্টনারদের দেওয়া হতো এবং তার উপর কোনো জিএসটি লাগতো না। কিন্তু ২২ সেপ্টেম্বর থেকে সেন্ট্রাল জিএসটি অ্যাক্টের ধারা ৯(৫) অনুযায়ী সমস্ত অনলাইন ডেলিভারি চার্জের উপর ১৮% জিএসটি লাগু করা হয়েছে, যার ফলে খরচ আরও বেড়েছে।
এই বিলের ছবি শেয়ার করে ওই গ্রাহক মজা করে লিখেছেন, “ঐতিহাসিক জিএসটি সংস্কারের পর এখন স্বয়ং ভগবান ইন্দ্রকেও করের আওতায় আনা হয়েছে।” এই পোস্টটি ভাইরাল হওয়ার পর নানা ধরনের মন্তব্য আসতে শুরু করেছে। কেউ কেউ এই নতুন চার্জের বিরোধিতা করেছেন, আবার কেউ কেউ ডেলিভারি রাইডারদের পরিশ্রমের কথা ভেবে একে সমর্থনও করেছেন। তাঁদের মতে, খারাপ আবহাওয়ায় কাজ করার জন্য এই অতিরিক্ত চার্জ রাইডারদের উৎসাহিত করে।
জিএসটি-র এই পরিবর্তন একদিকে যেমন জীবনযাত্রার প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমিয়েছে, তেমনই অন্যদিকে অনলাইন পরিষেবাগুলির খরচ বাড়িয়ে দিয়েছে। সম্প্রতি জিএসটি ২.০-এর আওতায় দুধ, প্যাকেজড খাবার এবং পার্সোনাল কেয়ার প্রোডাক্টের মতো নিত্যপ্রয়োজনীয় জিনিসের ওপর কর ১২% থেকে কমিয়ে ৫% করা হয়েছে, যা সাধারণ মানুষের জন্য সাশ্রয়ের সুযোগ তৈরি করেছে। কিন্তু অনলাইন ডেলিভারি চার্জের ওপর নতুন করে জিএসটি লাগু হওয়ায় সামগ্রিক খরচ বৃদ্ধি পেয়েছে। এই পরিবর্তন অনলাইন গ্রাহকদের পকেটে কতটা প্রভাব ফেলবে, এখন সেটাই দেখার।