১০০ কোটির মামলায় হাইকোর্টের কড়া নির্দেশ মিঠুনকে নিয়ে মুখ বন্ধ রাখতে হবে কুণালকে – এবেলা

এবেলা ডেস্কঃ
কলকাতা হাইকোর্টের নির্দেশে অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীকে নিয়ে আগামী তিন মাস কোনো মন্তব্য করতে পারবেন না তৃণমূল নেতা কুণাল ঘোষ। মিঠুনের করা ১০০ কোটি টাকার মানহানির মামলায় বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের বেঞ্চ এই নির্দেশ দিয়েছে।
মিঠুন চক্রবর্তীর অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর সম্মানহানি করেছেন কুণাল ঘোষ। সংবাদমাধ্যমে তাঁর এবং তাঁর পরিবারের সদস্যদের সম্পর্কে ভিত্তিহীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে। এতে সমাজে তাঁর সম্মানহানি হচ্ছে এবং চলচ্চিত্র ও বিজ্ঞাপনের কাজেও ব্যাঘাত ঘটছে।
মিঠুনের আইনজীবী আদালতে জানান, প্রাক্তন রাজ্যসভা সাংসদ এবং পদ্মভূষণ ও দাদাসাহেব ফালকে সম্মানপ্রাপ্ত এই ব্যক্তিত্বের নামে কুণাল ঘোষ লাগাতার কুৎসা করছেন। এর ফলে মিঠুনকে বারবার বিড়ম্বনায় পড়তে হচ্ছে।
আদালত এই মামলায় কুণাল ঘোষকে নোটিস পাঠানোর নির্দেশ দিয়েছে এবং আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত মিঠুন ও তাঁর পরিবারের সদস্যদের নিয়ে কোনো মন্তব্য করা থেকে বিরত থাকতে বলেছে। ডিসেম্বরে এই মামলার পরবর্তী শুনানি হবে।
এর আগে মিঠুন চিটফান্ড কেলেঙ্কারি এবং দলবদল নিয়ে কুণালের একাধিক মন্তব্যের বিরুদ্ধে আইনি নোটিস পাঠিয়েছিলেন। কুণাল মিঠুনের ছেলেকে ধর্ষণ মামলায় এবং তাঁর স্ত্রীকে আর্থিক লেনদেনে জড়িয়েছেন বলেও অভিযোগ ছিল। কিন্তু কুণাল তাঁর অবস্থানে অনড় থেকে বলেছিলেন, “যাঁর মান থাকে, তিনি কি এতবার দলবদল করেন! কোর্টে দেখা হবে।” এবার সেই মামলাতেই তাকে মুখ বন্ধ রাখার নির্দেশ দিল আদালত।